ভুয়ো খবর শেয়ার করে বিপাকে সৃজিত ঘরণী মিথিলা

ভুয়ো খবর শেয়ার করে বিপাকে সৃজিত ঘরণী মিথিলা

কলকাতা: এক মহিলার মঙ্গলে পাড়ি দেওয়ার ভুয়ো খবর শেয়ার করে বিপাকে পড়লেন সৃজিত ঘরণী মিথিলা। পরবর্তী সময়ে নিজেই সেই খবর শুধরে নেন তিনি। তবে এই ভাবে ফেক নিউজ ছড়ানোয় নিজের বিরক্তিও প্রকাশ করেন এই অভিনেত্রী৷

সম্প্রতি বিভিন্ন নেট মাধ্যমে এলিজার মঙ্গল অভিযানের খবর ঘোরাঘুরি করছে। এলিজাই পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি, যাঁকে নাসার তরফে মঙ্গল অভিযানের জন্য বাছাই করা হয়েছে। মাত্র ১১ বছর বয়সেই তাঁকে মঙ্গল অভিযানের জন্য বাছাই করা হয়েছে৷ ২০৩৩ সালে মঙ্গল অভিযানে যাবেন এলিজা। আর কোনও দিনই পৃথিবীতে ফিরে না এসে লাল গ্রহেই থেকে যাবেন। তবে সেজন্য তাঁকে কঠোর প্রস্তুতিও নিতে হবে৷ বিয়ে, যৌনতা, সন্তান ধারণ থেকে বিরত থাকতে হবে এলিজাকে। এই খবর দেখেই ক্ষোভ উগরে দেন সৃজিত ঘরণী। এইভাবে মগজধোলাই করে একজন নাবালিকাকে মঙ্গলে পাঠানোর জন্য তীব্র সমালোচনা করেন অভিনেত্রী। এই ধরনের কাজকে এককথায় পাগলামি বলেই বিবেচনা করেন মিথিলা। এই বিষয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ক্ষোভও উগরে দেন তিনি৷

তবে কিছুক্ষণ পর এটা ভুয়ো খবর বুঝতে পেরে নিজের ভুল শুধরে নেন অভিনেত্রী। কিন্তু এই ধরনের ভুয়ো খবরে তিনি যে ভীষণ বিরক্ত হয়েছেন, তা স্পষ্ট করে দিয়েছেন মিথিলা। টানা লকডাউনের পর মেয়েকে নিয়ে কলকাতা এসেছেন এবং অক্টোবর পর্যন্ত এখানেই থাকবেন তিনি৷ পরিচালক রাজর্ষি দে’র ‘মায়া’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিথিলা। ম্যাকবেথের অ্যাডপটেশন এই গল্পটি একটি মাল্টি স্টারার ছবি। মিথিলা ছাড়াও এই ছবিতে দেখা যাবে দেবলীনা কুমার, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রণিতা দাস, কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেককে। শেষ হয়েছে মিথিলার প্রথম ছবি ‘মায়া’-র কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =