Aajbikel

‘নিখোঁজ’ সানি দেওল! পোস্টার পড়ল তাঁর সংসদ এলাকায়! ‘গদর ২’ দেখতে না পেয়ে বয়কটের ডাক

 | 
সানি

নয়াদিল্লি: নিখোঁজ সানি দেওয়াল! খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে৷  না, এমনটা কোনও চিত্রনাট্যে ঘটেনি৷ বরং তাঁর নিখোঁজ পোস্টার পড়েছে অভিনেতার সাংসদ এলাকায়৷ গত লোকসভা ভোটে পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন ধর্মেন্দ্র-পুত্র। সহজে জিতেওছিলেন। কিন্তু, ভোটে জেতার পর থেকেই নাকি তাঁর আর পাত্তা নেই৷ লোকসভা কেন্দ্রে বিশেষ দেখাই যায়না অভিনেতাকে। তাঁর সংসদ এলাকা কেমন আছে, সেখানকার মানুষের কী প্রয়োজন, সেসবের খোঁজ রাখেন না তিনি। এই নিয়ে ভূরি ভূরি অভিযোগও জমা পড়েছে।

এদিকে, দ্বিতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে সানি দেওল অভিনীত ‘গদর ২’। গত ৪০ বছরের কেরিয়ারে অনেক সাফল্য দেখেছেন৷ কিন্তু এত বড় হিট দেখেননি অভিনেতা। এক সপ্তাহের মধ্যেই ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি। কিন্তু, সানি অভিনী এই সুপারহিট সিনেমা দেখতে পাচ্ছেন না তাঁর সংসদ এলাকার বাসিন্দারাই। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁর এতটাই ক্ষুব্ধ যে ‘গদর ২’ ও সানি দেওলকেও বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।


অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সাবলীল সানি। কিন্তু, তাঁর নিজস্ব সংসদীয় এলাকাতে একটাও সিনেমাহল নেই! বহুবছর ধরেই সেখানকার মানুষ হলে গিয়ে সিনেমা দেখার সুবিধা থেকে বঞ্চিত। এলাকার সাংসদের সুপারহিট ‘গদর ২’-ও দেখতে পাচ্ছেন না তাঁরা৷ এই নিয়ে ক্ষোভ জন্মেছে স্থানীয়দের মনে। সেই কারণেই গুরদাসপুরের লোকজন ‘গদর ২’ এবং সানি দেওলকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

Around The Web

Trending News

You May like