গায়িকা থেকে এবার নায়িকা হচ্ছেন মিস জোজো

কলকাতা:গায়িকাকে এবার দেখা যাবে নায়িকার ভূমিকায়৷ তবে, বড় পর্দায় নয় ছোট পর্দায়৷ বাংলার জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায়ের এবার মননিবেশ করলেন অভিনয়ে৷ ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে৷ স্টার জলসা-র নতুন ধারাবাহিক ‘গুড্ডু গুড়িয়া’তে প্রধান ভূমিকায় দেখা যাবে গায়িকা জোজোকে থুড়ি নায়িকা জোজোকে৷ জোজো মুখোপাধ্যায়ের শ্রোতা এবং ভক্তরা সুগায়িকা হিসেবেই চেনেন তাঁকে৷ তবে, ছোটপর্দা ও বড়পর্দায়

গায়িকা থেকে এবার নায়িকা হচ্ছেন মিস জোজো

কলকাতা:গায়িকাকে এবার দেখা যাবে নায়িকার ভূমিকায়৷ তবে, বড় পর্দায় নয় ছোট পর্দায়৷ বাংলার জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায়ের এবার মননিবেশ করলেন অভিনয়ে৷ ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে৷ স্টার জলসা-র নতুন ধারাবাহিক ‘গুড্ডু গুড়িয়া’তে প্রধান ভূমিকায় দেখা যাবে গায়িকা জোজোকে থুড়ি নায়িকা জোজোকে৷ জোজো মুখোপাধ্যায়ের শ্রোতা এবং ভক্তরা সুগায়িকা হিসেবেই চেনেন তাঁকে৷ তবে, ছোটপর্দা ও বড়পর্দায় বহুবার অভিনয় করেছেন জোজো৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে জোজো অভিনীত নতুন ধারাবাহিক ‘গুড্ডু গুড়িয়া’-র প্রোমো৷ সেখানেই গায়িকা জোজোকে দেখা যাচ্ছে নায়িকা হিসাবে৷ সোশ্যাল মিডিয়ায় প্রোমোটি নিজেই শেয়ার করেছেন গায়িকা-অভিনেত্রী। ছোটপর্দায় এই কামব্যাক নিয়ে বেশ উৎসাহিত তিনি৷ তবে, সম্ভবত জানুয়ারি মাসের গোড়া থেকেই শুরু হবে এই ধারাবাহিক৷ দুই খুদে স্কুল পড়ুয়ারকে নিয়ে এই ধারাবাহিকের গল্প৷ ‘গুড্ডু গুড়িয়া’তে মূল দুই চরিত্র দুই বন্ধুকে কেন্দ্র করে। এই ধারাবাহিকে দর্শক একটি বিশেষ চরিত্রে দেখতে পাবেন জোজো মুখোপাধ্যায়কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =