Aajbikel

উদ্ধার হল 'মির্জাপুর' ওয়েব সিরিজের অভিনেতার মৃতদেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

 | 
mirza

মুম্বই: রহস্যজনক মৃত্যু জনপ্রিয় ওয়েব সিরিজ 'মির্জাপুর'-এর অভিনেতা ব্রহ্ম স্বরূপ মিশ্রের। এদিন ভার্সোভার আবাসন থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ প্রায় গলিত অবস্থায় পাওয়া গিয়েছে তাই অনুমান করা হচ্ছে কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

ওই ওয়েব সিরিজের প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে অভিনেতার মৃত্যুর খবর। জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর অভিনেতা চিকিৎসকের কাছে গিয়েছিলেন বুকে ব্যথা নিয়ে। তারপর গ্যাসের ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেন চিকিৎসক। পরে আজ প্রিয় অভিনেতার মৃত্যুর খবর আছে। তাই এই মৃত্যু কী করে ঘটল তা এখনো অজানা প্রত্যেকের। এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণই সেটাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

mir

মির্জাপুর ওয়েব সিরিজ ছাড়াও একাধিক বলিউডের ছবিতে অভিনয় করেন এই অভিনেতা। দঙ্গল থেকে শুরু করে বদ্রিনাথ কি দুলহানিয়া, কেসরী থেকে শুরু করে সুপার থার্টি, বহু চর্চিত এইসব সিনেমা গুলিতে অভিনেতা হিসেবে নাম করেছেন তিনি। পাশাপাশি নাটকের মঞ্চ সঙ্গেও ভালো রকম যোগাযোগ ছিল তার। অভিনেতার এই আকস্মিক মৃত্যুতে শোক বলিউডে। ওয়েব সিরিজের তার সহ-অভিনেতা দিব্যেন্দু শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইন্ডাস্ট্রির আরো অনেকে এই খবরে মর্মাহত। অভিনেতার এই আকস্মিক মৃত্যুর কেউই মানতে পারছেন না। 

Around The Web

Trending News

You May like