নতুন জীবন শুরু করছেন মিমি

কলকাতা: সামনের সময়টা নাকি খুবই কঠিন৷ তাই জীবন বদলে নতুন জীবন শুরু করতে চলেছেন নায়িকা৷ একেবারে নাকি পাল্টে যাবে নায়িকার জীবন৷ আর তিনি হলেন টলিউডের হার্ট থ্রব মিমি চক্রবর্তী৷ আর এই বদলে যাওয়ার পিছনে অন্য কারণ৷ তা হল অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’-এ একেবারে অন্য রকম চরিত্রে অভিনয় করতে চলেছেন মিমি৷ ছবির জন্য পরিচালক

নতুন জীবন শুরু করছেন মিমি

কলকাতা: সামনের সময়টা নাকি খুবই কঠিন৷ তাই জীবন বদলে নতুন জীবন শুরু করতে চলেছেন নায়িকা৷ একেবারে নাকি পাল্টে যাবে নায়িকার জীবন৷ আর তিনি হলেন টলিউডের হার্ট থ্রব মিমি চক্রবর্তী৷ আর এই বদলে যাওয়ার পিছনে অন্য কারণ৷ তা হল অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’-এ একেবারে অন্য রকম চরিত্রে অভিনয় করতে চলেছেন মিমি৷

নতুন জীবন শুরু করছেন মিমিছবির জন্য পরিচালক অরিন্দম মিমিকে ছবির চিত্রনাট্যের সঙ্গে একটি ছোট চিঠিও পাঠিয়েছেন৷ চিঠিতে পরিচালক লিখেছেন, ‘প্রিয় মিমি, এবারের কাজ, চরিত্র, বোধহয় সবচেয়ে বেশি কঠিন তোর জীবনের এবং আমার কাছেও এই চরিত্রে তোকে সাজিয়ে তোলাটা একটা বিরাট চ্যালেঞ্জ৷ আমার বিশ্বাস তুই তোর জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা এই ছবিতেই করবি৷ আমার বিশ্বাস কখনও ভুল হয় না৷” সম্প্রতি এই চিঠি পাওয়ার পরই অভিনেত্রী মিমি চিত্রনাট্যের ছবি দিয়ে ট্যুইট করলেন, ”সামনের সময়টা খুবই কঠিন৷ তাই জীবন বদলে নতুন জীবন শুরু করতে চলেছি৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =