গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড় মিলিন্দ সোমনের, ক্যামেরাবন্দি করলেন স্ত্রী অঙ্কিতা

মুম্বই: মিলিন্দ সোমনের ফিটনেস নিয়ে কারোর দ্বিমত নেই। ৫৫ বছর বয়স তাঁর। কিন্তু এখনও তাঁর ফিটনেস যে কোন যুবক বা যুবতীকে টেক্কা দিতে পারেন। বছর খানেক আগে 'আয়রন ম্যান' খেতাব জয় করে তিনি। এছাড়া একাধিক ম্যারাথনেও অংশ নেন। অন্যান্য বলিউড সেলিব্রিটিদের থেকে তিনি অনেকটাই আলাদা। আর তাই নিজের জন্মদিন উদযাপনও তিনি করলেন একেবারে অন্যভাবে।

 

মুম্বই: মিলিন্দ সোমনের ফিটনেস নিয়ে কারোর দ্বিমত নেই। ৫৫ বছর বয়স তাঁর। কিন্তু এখনও তাঁর ফিটনেস যে কোন যুবক বা যুবতীকে টেক্কা দিতে পারেন। বছর খানেক আগে ‘আয়রন ম্যান’ খেতাব জয় করে তিনি। এছাড়া একাধিক ম্যারাথনেও অংশ নেন। অন্যান্য বলিউড সেলিব্রিটিদের থেকে তিনি অনেকটাই আলাদা। আর তাই নিজের জন্মদিন উদযাপনও তিনি করলেন একেবারে অন্যভাবে।

করোনার আবহে জন্মদিন মানেই অতিথি আমন্ত্রণে কড়াকড়ি। তাই সেদিকে যাননি মিলিন্দ সোমন। বরং স্ত্রীকে নিয়ে গোয়ায় ঘুরতে গিয়েছেন তিনি। নিজের জন্মদিন সেখানেই সেলিব্রেট করেন। তবে জন্মদিনে অনুরাগীদের জন্যও একটি সারপ্রাইজের ব্যবস্থা করেছিলেন এই বলিউড অভিনেতা। গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর ছবি পোস্ট করেন তিনি। অনুরাগীদের জন্য এটাই ছিল তাঁর জন্মদিনের সারপ্রাইজ। এর একটি ছবি তোলেন মিলিন্দ সোমনের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। তারপর মিলিন্দ সেটি পোস্ট করেন সোশ্যাল সাইটে। তাঁর কাছে যে বয়স একটা সংখ্যা মাত্র তা আরও একবার প্রমাণ করে দিলেন মিলিন্দ সোমন। টুইটারে মিলিন্দ লেখেন, “Happy birthday to me… 55 and running!”

মিলিন্দের এই ছবিতে অনেক অনুরাগী শুভেচ্ছা বার্তা দিয়েছেন। অনেকে তাঁর ফিটনেসের তারিফ করেছেন যেমন, তেমন অনেকে আবার তাঁর নগ্ন হয়ে দৌড়নো নিয়ে সমালোচনা করেছেন। 

প্রসঙ্গত ১৯৯৫ সালে দর্শকের নজর কাড়েন মিলিন্দ। আলিশা চিনয়ের ‘মেড ইন ইন্ডিয়া’ মিউজিক ভিডিয়োয় তাঁকে দেখা যায়। তাঁর সুঠাম দেহ তখনই মানুষের নজর কেড়েছিল। তারপর ‘১৬ ডিসেম্বর’, ‘বাজিরাও মস্তানি’-র মতো একাধিক ছবি করেছেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওর একটি ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ’-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 10 =