এক ঘণ্টার জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিক! শুনেই হ্যাঁ বলেছিলেন মিলিন্দ

আর কিছুদিন পরই মুক্তি পাবে মিলিন্দ সোমন অভিনীত ওয়েব সিরিজ 'পৌরুষপুর'। তার আগে অতীতের স্মৃতিচারণা করলেন অভিনেতা। বলিউডে তাঁর যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে। সেখান থেকে অভিনয়ে আসা খুব একটা সহজ ছিল না। কিন্তু সেসব চড়াই-উতরাই পেরিয়ে সফল তিনি। প্রতিটি জায়গায় সমান তালে কাজ করেছেন ৫৫ বছরের মিলিন্দ।

6dd98e92da418efa71b82c9763986b60

মুম্বই: আর কিছুদিন পরই মুক্তি পাবে মিলিন্দ সোমন অভিনীত ওয়েব সিরিজ ‘পৌরুষপুর’। তার আগে অতীতের স্মৃতিচারণা করলেন অভিনেতা। বলিউডে তাঁর যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে। সেখান থেকে অভিনয়ে আসা খুব একটা সহজ ছিল না। কিন্তু সেসব চড়াই-উতরাই পেরিয়ে সফল তিনি। প্রতিটি জায়গায় সমান তালে কাজ করেছেন ৫৫ বছরের মিলিন্দ।

কেরিয়ারের শুরুতে মিলিন্দ সোমন ছিলেন ভীষণ লাজুক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেকথা জানান অভিনেতা। জানান তাঁর কেরিয়ার শুরুর গল্প। ইনস্টাগ্রাম অভিনেতা লিখেছেন, ১৯৮৯ সালে প্রথম বিজ্ঞাপন অ্যাসাইনমেন্ট পান তিনি। মডেলিংকে যে কেরিয়ার করা যেতে পারে, এই অ্যাসাইনমেন্ট পাওয়ার আগে তিনি সেকথা জানতেন না। সেই সময় এক ব্যক্তি হঠাৎ তাঁকে একদিন আমাকে ফোন করেন। ওই ব্যক্তি কোথাও দেখেছিলেন মিলিন্দ সোমনকে। ওই ব্যক্তিই তাঁকে কয়েকটি ছবি তোলার কথা বলেন। কিন্তু সেই সময় মিলিন্দ ছিলেন লাজুক স্বভাবের মানুষ। তাই দ্বিধা বোধ করছিলেন তিনি। কিন্তু পরে সেই দ্বিধা কাটিয়ে ফেলেছিলেন তিনি। কারণ, তাঁকে বলা হয়েছিল এক ঘণ্টার কাজের জন্য তাঁকে ৫০ হাজার টাকার দেওয়া হবে। সেই কথা শোনার পরই রাজি হয়ে গিয়েছিলেন তিনি।

এরপর ধীরে ধীরে বিনোদন জগতে প্রবেশ মিলিন্দ সোমনের। মডেলিংয়ে সফলতা আসে তাঁর। এরপর তিনি টেলিভিশনে পা রাখেন। ‘সি হক’, ‘ক্যাপ্টেন ব্যোম’-এর মতো কয়েকটি ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের বেশ পছন্দ হয়। এরপর অভিনেতা প্রবেশ করেন ফিল্মের দুনিয়ায়। ‘রুলস: পেয়ার কা সুপার হিট ফর্মুলা’, ‘জুরম’, ‘বাজিরাও মস্তানি’, ‘সেফ’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। অল্ট বালাজির পরবর্তী ওয়েব সিরিজ ‘পৌরুষপুর’-এ ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করছেন মিলিন্দ। মানবতার দিকগুলি তুলে ধরে লিঙ্গ বৈষম্যকে দূর করাই তাঁর লক্ষ্য বলে একটি সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন মিলিন্দ সোমন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *