পাকিস্তানে গান গাইতে গিয়ে চূড়ান্ত বিপাকে মিকা

মুম্বই : ভারতীয় শিল্পীদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে পাকিস্তান৷ তবুও পাকিস্তানের গিয়ে গান গেয়েছেন মিকা সিং৷ প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের আত্মীয়ের বিয়েতে গান গাওয়ার দায়ে মিকাকে বয়কট অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যসোসিয়েশনের৷ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মিকাকে বয়কট করা হয়েছে৷ কোনও সংস্থা যদি মিকার সঙ্গে কাজ করেন, তাদেও বয়কট করা হবে বলেও জানানো হয়েছে৷ ভারত-পাকিস উত্তেজনার

পাকিস্তানে গান গাইতে গিয়ে চূড়ান্ত বিপাকে মিকা

মুম্বই : ভারতীয় শিল্পীদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে পাকিস্তান৷ তবুও পাকিস্তানের গিয়ে গান গেয়েছেন মিকা সিং৷ প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের আত্মীয়ের বিয়েতে গান গাওয়ার দায়ে মিকাকে বয়কট অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যসোসিয়েশনের৷

বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মিকাকে বয়কট করা হয়েছে৷ কোনও সংস্থা যদি মিকার সঙ্গে কাজ করেন, তাদেও বয়কট করা হবে বলেও জানানো হয়েছে৷ ভারত-পাকিস উত্তেজনার মধ্যেও মিকা এক কোটি টাকা উপার্জনের লক্ষ্যে মুশারফের আত্মীয়ের বিয়েতে গান গেয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =