সুশান্ত-রিয়া সম্পর্কে বিস্ফোরক মহেশ ভাট, অবশেষে মুখ খুললেন পরিচালক

সুশান্ত-রিয়া সম্পর্কে বিস্ফোরক মহেশ ভাট, অবশেষে মুখ খুললেন পরিচালক

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় ডেকে পাঠানো হয়েছিল পরিচালক-প্রযোজক মহেশ ভাটকে৷ টানা তিন ঘণ্টা জেরার পর তাঁর রেকর্ড বয়ান করে পুলিশ৷ জেরার মুখে মহেশ ভাট জানান, মাত্র দু’বার সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল তাঁর৷ রিয়াকে কোনও দিনই সুশান্তের সঙ্গে ব্রেকআপে উস্কানি দেননি তিনি৷ 

আরও পড়ুন- প্রেমে ফাঁসিয়ে অর্থ লুট, আত্মহত্যায় প্ররোচনা! রিয়ার বিরুদ্ধে FIR সুশান্তের বাবার

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সোমবার মুম্বই পুলিশকে মহেশ ভাট বলেন, ‘‘আমি নেপোটিজমে বিশ্বাসী নই৷ আমি বহু নিউকামারকে সুযোগ করে দিয়েছি৷ আর মাত্র দু’বারই সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল আমার৷ প্রথমবার ২০১৮ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালের জানুয়ারি মাসে৷’’ মহেশ জানান, ২০১৮-তে একটি বই লিখছিলেন তিনি৷  প্রথম সাক্ষাতে সেই বই নিয়েই সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ দ্বিতীয় বার অর্থাৎ শেষ বার দেখা হয়েছিল সুশান্তের ফ্ল্যাটে। সেই সময় সুশান্তের ফ্ল্যাটে উপস্থিত ছিলেন তাঁর প্রেমিকা রিয়াও৷ তবে সে দিন কোনও ছবিতে সুশান্তকে কাস্ট করা নিয়ে কোনওরকম কথা হয়নি বলেও জানান মহাশ ভাট৷ তিনি আরও বলেন, ‘‘সুশান্তকে ছাড়ার জন্য আমি কখনই রিয়াকে কোনও কথা বলিনি৷ এই বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে৷ এটা সম্পূর্ণ ভিত্তিহীন৷’’ যদিও অধিকাংশ মানুষই মনে করেন মহেশের জন্যই সুশান্তকে ছেড়েছিলেন রিয়া৷ 

আরও পড়ুন- শকুন্তলা দেবীর পর এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বিদ্যা!

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত৷ এর পরেই সোশ্যাল মিডিয়ায় সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জাহির করেন রিয়া৷ এমনকী সুশান্তের মৃত্যু তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের আর্জিও জানান তিনি৷ এদিন ‘সড়ক-২’ প্রসঙ্গে মহেশ ভাটের বক্তব্য, ‘‘কিছু কারণের জন্য সুশান্তের সঙ্গে এই ছবি করা হয়নি৷ তার মানে এটা কখনই সত্যি নয় যে, সুশান্ত তাঁর বিপরীতে রিয়াকে কাস্ট করতে বলেছিলেন এবং এর জন্যই তাঁকে সড়ক-২ থেকে বাদ দেওয়া হয়েছে৷’’ মহেশের দাবি, সড়ক-২ এর জন্য সুশান্তকে কোনও প্রতিশ্রুতিই দেননি তিনি৷ 

আরও পড়ুন- ফের দুঃসংবাদ বলিউডে, প্রয়াত ফাইট মাস্টার পারভেজ খান

সুশান্ত সিং মৃত্যু মামলায় এখনও পর্যন্ত ৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে৷ এর মধ্যে রয়েছেন পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালী, ফিল্মমেকার আদিত্য চোপড়া, সমালোচক রাজীব মাসান্দ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের রাঁধুনি নীরজ সিং, বাড়ির পরিচারক কেশব বাছনার, ম্যানেজার দীপেশ সাওয়ান্ত, টেলি অভিনেতা মকেশ ছাবরা, প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর দুই বোন নীতু এবং মীতুকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + three =