নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছে প্রিয়াঙ্কার বোন মীরা চোপড়ার হট ছবি

মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু ভারতে নয়, গোটা বিশ্বে বিখ্যাত। হলিউড টেলিভিশন সিরিজ 'কোয়ান্টিকো'তে অভিনয় করার পর থেকে তাঁকে নিয়ে চর্চা চলছে বিশ্বজুড়ে। তাঁর দুই তুতো বোন পরিণীতি চোপড়া ও মীরা চোপড়াও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। পরিণীতি বলিউডে ইতিমধ্যেই পদার্পণ করেছেন। তবে মীরা চোপড়া এখনও আঞ্চলিক ছবিতেই কাজ করছেন। সম্প্রতি তাঁর কিছু সাহসী ফটোশুট সামনে এসেছে।
 

মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু ভারতে নয়, গোটা বিশ্বে বিখ্যাত। হলিউড টেলিভিশন সিরিজ 'কোয়ান্টিকো'তে অভিনয় করার পর থেকে তাঁকে নিয়ে চর্চা চলছে বিশ্বজুড়ে। তাঁর দুই তুতো বোন পরিণীতি চোপড়া ও মীরা চোপড়াও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। পরিণীতি বলিউডে ইতিমধ্যেই পদার্পণ করেছেন। তবে মীরা চোপড়া এখনও আঞ্চলিক ছবিতেই কাজ করছেন। সম্প্রতি তাঁর কিছু সাহসী ফটোশুট সামনে এসেছে।

তামিল ছবি 'আনবে আড়ুইরে' দিয়ে রুপালি পর্দার যাত্রা শুরু করেন মীরা চোপড়া। ২০০৬ সালে মীরা চোপড়ার 'বনগরম' ছবিট মুক্তি পায়। তারপর থেকে তেলেগু দর্শকদের কাছে জনপ্রিয় হন তিনি। তবে তেলুগু ছাড়া কন্নড় ও হিন্দি ছবিতেও লিড চরিত্রে অভিনয় করেছেন মীরা। কিছুদিন আগে জুনিয়র এনটিআরের অনুরাগীদের বিরুদ্ধে ন্যাশনাল কমিশন ফর উইমেনের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁকে সোশ্যাল সাইটে ধর্ষণ এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল।

দিল্লিতে পড়াশোনা করেন মীরা চোপড়া। সেখানেই তাঁর স্কুল ও কলেজ। এরপর হায়ার স্টাডিজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তিনি। তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর তিন মাস একটি ভারতীয় মিডিয়া হাউসে সাংবাদিক হিসাবে কাজ করেন। এরপর চাকরি ছেড়ে মীরা চোপড়া মডেলিং শুরু করেন। র‌্যাম্প শো থেকে বিজ্ঞাপন, অনেক জায়গাতেই দেখা যেতে থাকে তাঁকে। তখনই তামিল পরিচালক এস জে সূর্য তাঁকে ২০০৫ সালে আনবে আড়ুইরে ছবিতে অভিনয়ের সুযোগ দেন। এভাবেই বড়পর্দায় আত্মপ্রকাশ মীরার।

মীরা চোপড়ার সর্বশেষ থবি মোগলিপুভু। ছবিটি তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় মীরা। কখনও স্টেটাস, কখনও আবার হট ছবি দিয়ে তিনি নেটিজেনদের আকর্ষণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =