কলকাতা: সংকজনক পরিস্থিতি কাটছেই না অভিনেত্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ইতিমধ্যেই অভিনেতার চারবার ডায়ালিসিস হয়েছে। তা সত্ত্বেও বুধবার তাঁর অনেক কম ইউরিন নির্গমন হয়েছে। কিন্তু তাঁর কোমর্বিডিটির জন্য বেশি ডায়ালিসিসও দেওয়া যাচ্ছে না। তাই তাঁকে প্রয়োজন মতো অল্প অল্প করে ডায়ালিসিস দেওয়া হচ্ছে। তার উপর অভিনেতার কিডনির সমস্যা ভাবাচ্ছে চিকিৎসকদের। এই নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসার কথা নেফ্রোলজি বোর্ড।
সৌমিত্রর রক্তে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার মাত্রা তলানিতে বলে জানিয়েছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যের হাল ফেরাতে অভিনেতাকে ট্র্যাকিওস্টমি করার কথাও ভাবা হচ্ছে বলে খবর। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সুখবর যে সৌমিত্র অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে। ভেন্টিলেশনের মাত্রাও বাড়াতে হয়নি। তাঁর স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হতে পারে বলে খবর।
প্রায় একমাস হতে চলল দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসা চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কিন্তু এখনও আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা। মাঝে মাঝে চিকিৎসায় সাড়া দিলেও শারীরিক অবস্থার উল্লেখোগ্য কোনও উন্নতি হচ্ছে না। আর সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। পরিস্থিতি ডানতে তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এমনকী রক্তও দিতে হয়েছিল তাঁকে। কিন্তু রক্তে প্লেটলেট এখন স্বাভাবিক। ফুসফুস সহ শরীরের অন্যান্য সংক্রমণ কমেছে। কিন্তু কোভিডের ধাক্কায় তৈরি হওয়া স্নায়ুর সমস্যা কাটতে চাইছে না। এর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। অক্সিজেনও আগের মতোই দিতে হচ্ছে। সার্বিকভাবে আশার আলো খুব একটা শোনাতে পারছেন না চিকিৎসকরা। তাঁর নিউরোলজিক্যাল সমস্যার কারণেই শরীর সাড়া দিচ্ছে না। কো-মর্বিডিটি নিয়ে তাই অভিনেতা কতটা লড়তে পারবেন, তা নিয়ে অনুরাগীমহলে তৈরি হয়েছে আশঙ্কা। চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, কো-মর্বিডিটির সমস্যাই থাকায় সৌমিত্রর শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং তা মাঝেমধ্যেই খারাপ হচ্ছে। এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। কিডনির সমস্যা রয়েছে। তবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। কিন্তু সংকট এখনও কাটেনি।