তুরস্কে বিয়ে, কলকাতায় রাজকীয় রিসেপশন তৃণমূল সাংসদের

কলকাতা : তুরস্কের বোদরুম শহরে বসছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ের আসর! ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন ১৯ জুন৷ ১৫ জুন রাতেই বোদরুম পৌঁছেবেন নুসরত ও নিখিলের পরিবার৷ শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে৷ টলিউডের লাস্যময়ী নায়িকা বিয়ের জন্য ডেস্টিনেশন ওয়েডিংকেই বেছে নিচ্ছেন, সেটা আগেই জানা গিয়েছিল৷ সোনা যাচ্ছে, আগামী ১৯ জুন তুরস্কের

তুরস্কে বিয়ে, কলকাতায় রাজকীয় রিসেপশন তৃণমূল সাংসদের

কলকাতা : তুরস্কের বোদরুম শহরে বসছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ের আসর! ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন ১৯ জুন৷ ১৫ জুন রাতেই বোদরুম পৌঁছেবেন নুসরত ও নিখিলের পরিবার৷ শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে৷ টলিউডের লাস্যময়ী নায়িকা বিয়ের জন্য ডেস্টিনেশন ওয়েডিংকেই বেছে নিচ্ছেন, সেটা আগেই জানা গিয়েছিল৷

সোনা যাচ্ছে, আগামী ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে নুসরত ও নিখিলের রাজকীয় বিয়ে রয়েছে৷ বিয়ের দিন বর-কনের পরনে থাকবে ডিজাইনার সব্যসাচী চক্রবর্তীর তৈরি করা কয়েক লক্ষ্য টাকার পোশাক৷ সেখানে থাকবেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ বিয়ের আগে থেকে নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

সূত্রের খবর ইন্ডাস্ট্রিতে নুসরতের ঘনিষ্ঠ কয়েকজন তুরস্কে যাচ্ছেন৷ বিয়ের কাজকর্ম মিটিয়েই নুসরত ২৫ জুন যাবেন দিল্লিতে৷ল ২৫ জুন সংসদের প্রথম অধিবেশন৷ প্রথম অধিবেশনে যোগ দেবেন নুসরত ও মিমি৷ সংসদের অধিবেশনে যোগ দিয়ে কলকাতার অতিথীদের জন্য বিশাল রিসেপশন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৪ জুলাই৷ বাইপাস সংলগ্ন আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে সেই আসর বসতে চলেছে৷ নিমন্ত্রণপত্র কুরিয়ার সংস্থার মাধ্যমে বিলির কাজও শুরু হয়েছে৷ সূত্রের খবর, রিসেপশনের দিন টলিউডের প্রায় সমস্ত অভিনেতা ও কলাকুশলীদের এই অনুষ্ঠানে দেখা যাবে৷  রাজনৈতিক জগতের অনেক রথি-মহারথীরাও সেদিন সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =