দারুন শীতে ইনস্টাগ্রামে উত্তাপ ছড়াচ্ছেন মন্দিরা বেদি

মুম্বই: তাপমাত্রা নাকি কমছে। কিন্তু মন্দিরা বেদির ইনস্টাগ্রাম দেখলে তা বোঝার উপায় নেই। বিকিনি পরে হট অবতারে ইনস্টাগ্রাম মাতাচ্ছেন তিনি।

 

মুম্বই: তাপমাত্রা নাকি কমছে। কিন্তু মন্দিরা বেদির ইনস্টাগ্রাম দেখলে তা বোঝার উপায় নেই। বিকিনি পরে হট অবতারে ইনস্টাগ্রাম মাতাচ্ছেন তিনি।

ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, “তাপমাত্রা পড়ছে। সূর্য, সমুদ্র ও বালিকে খুব মিস করছি। আমার ফোন আমাকে মনে করিয়ে দিল যে এই ছবিটা আমি পোস্ট করিনি, ব্যবহার করিনি বা দেখানো হয়নি।” এই ক্যাপশনের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন মন্দিরা বেদি, সেখানে তাঁকে হট অবতারে দেখা গিয়েছে। হলুদ বিকিনি পরে দুহাত ছড়িয়ে সমুদ্রের পাড়ে পোজ দিচ্ছেন মন্দিরা।

বেড়াতে খুব পছন্দ করেন মন্দিরা বেদি। তাই আনলক পর্বে টুরিজম চালু হতেই তিনি পাড়ি দিয়েছিলেন মালদ্বীপ। সেখানে বিকিনি পরে ছবিও তুলেছিলেন। সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ইনস্টাগ্রামে প্রচুর এমন ছবি রয়েছে যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে অনুরাগীদের। সমুদ্র তটে মন্দিরা বেদির একাধিক বিকিনি পরিহিত ছবি রয়েছে। মাঝে মধ্যেই তিনি সমুদ্রের পাড়ে কোনও জায়গায় বেড়াতে যান আর তার ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। মন্দিরার ফিটনেস, তাঁর বিকিনি অবতার দেখে মুগ্ধ ও বিস্মিত নেটিজেনরা৷ গত বছর মন্দিরার মালদ্বীপ ভ্রমণের একটি ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। ছবিতে ছিল উষ্ণ হওয়ার যাবতীয় রসদ৷ সমুদ্রতটে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন ছিপছিপে মন্দিরা৷ মাথায় ব্যান্ডানা৷ চোখে রোদচশমা৷ পরনে তাপ ছড়ানো লাল স্কার্লেট বিকিনি৷ সব মিশিয়ে মন্দিরা ছিলেন হট এবং হিট৷ তলায় ক্যাপশন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মালদ্বীপ আমার কাছে৷ ছবি ছাড়তেই একের পর এক বন্ধুনি মৌনি রায়, মারিয়া গোরেত্তি, শ্রিয়ানা শরণ, বিদ্যা মালভাদে থাম্প ইম্প্রেশন দিয়েছিলেন তাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =