রেজিস্ট্রির পর এবার সাত পাকে বাঁধা পড়লেন মানালি, প্রকাশ্যে এল বিয়ের ছবি

কলকাতা: আইনি বিয়ের পর এবার সামাজিক বিয়েটাও সেরে ফেললেন অভিনেত্রী মানালি দে। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। তবে করোনার কারণে বিয়েতে কোনও আড়ম্বর ছিল না। এমনকী করোনার কারণে বাদ গিয়েছিল বেশ কিছু আচার অনুষ্ঠানও। হয়নি আইবুড়ো ভাত বা গায়ে হলুদের অনুষ্ঠান। শুধু মালাবদল ও সিঁদুরদানে মাধ্যমেই সম্পন্ন হয় বিয়ে।

কলকাতা: আইনি বিয়ের পর এবার সামাজিক বিয়েটাও সেরে ফেললেন অভিনেত্রী মানালি দে। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। তবে করোনার কারণে বিয়েতে কোনও আড়ম্বর ছিল না। এমনকী করোনার কারণে বাদ গিয়েছিল বেশ কিছু আচার অনুষ্ঠানও। হয়নি আইবুড়ো ভাত বা গায়ে হলুদের অনুষ্ঠান। শুধু মালাবদল ও সিঁদুরদানে মাধ্যমেই সম্পন্ন হয় বিয়ে।

অভিনেত্রী ও পরিচালকের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়েতে গোলাপি শাড়িতে সেজেছিলেন মানালি। শাড়িটি উপহার দিয়েছিলেন মানালির শাশুড়ি। অভিমন্যু দেন হীরের আংটি। দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারেন মানালি এ অভিমন্যু। মানালি জানান, ১৫ আগস্ট রেজিস্ট্রি বিয়ে করেন তাঁরা। কিন্তু তখন অভিমন্যুর মা উপস্থিত থাকতে পারেননি। তাই তিনি কলকাতায় ফেরার পরই সামাজিক বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। এদিন বিয়ের মেনুতে ছিল বিরিয়ানি ও মটন কষা।

আরও পড়ুন: আরও কতদিন জেলে থাকতে হবে দিদি-ভাইকে? আদালতের নির্দেশে বিপাকে রিয়া

১৫ আগস্ট রেজিস্ট্রি করেন মানালি এ অভিমন্যু। সেদিন মানালি পরেছিলেন লাল রঙের সালোয়ার। কানে ছিল দুল। অভিমন্যুর পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি। দুজনের মুখেই ছিল মাস্ক। বিয়েতে উপস্থিত ছিলেন মানালির বাবা ও দাদু এবং অভিমন্যুর বাবা। তাঁর মা এখন মুম্বইয়ে। অভিমন্যুর বাড়িতে হয় রেজিস্ট্রি। কিন্তু এই করোনা আবহের মধ্যেই বিয়ে সারলেন কেন মানালি? এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ভাদ্র মাসে অনেক নিয়মকানুন থাকে। তাই এখনই বিয়ে সেরে ফেললেন তিনি। তবে আপাতত শুধু রেজিস্ট্রি। ছবিতেও মানালি ও অভিমন্যু রেজিস্ট্রির সময়কার আঙুলের ছাপ দেওয়ার ছবি শেয়ার করেছেন। শোনা যাচ্ছে দুই পরিবারের সদস্যরা এক জায়গায় হলেই তবে হবে রিসেপশন।

অভিমন্যুর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন মানালি। অভিমন্যু পেশায় পরিচালক। কাজের সূত্রেই তাঁদের মধ্যে জমে ওঠে বন্ধুত্ব। সেখান থেকেই ঘনিষ্ঠতা ও প্রেম। আর তারপরই বিয়ের সিদ্ধান্ত। তবে এটি মানালির প্রথম বিয়ে নয়। এর আগে ২০১২ সালে বিয়ে হয়েছিল তাঁর। তবে সেই বিয়ে টেকেনি। গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয়েছিল মানালি। কিছুদিন তাঁরা সংসারও করেন। কিন্তু ক্রমশ সম্পর্কে ফাটল ধরে। তারপর বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০১৬ সালে আইনতই আলাদ হয়ে যান তাঁরা। এরপর ভেঙে পড়েছিলেন তিনি। কিছুদান কাজও বন্ধ রেখেছিলেন। কিন্তু তারপর ফের কাজে যোগ দেন তিনি। এরপর কাজ করতে করতেই অভিমন্যুর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মানালির। তারপর তাঁদের নিয়ে টলিউডে কানাঘুষো শুরু হয়। আর এখন তো তাঁরা স্বামী-স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

করোনা আবহেই সাত পাকে বাধা পড়লেন মানালি, বিয়ে করলেন পরিচালক অভিমন্যুকে

কলকাতা: করোনা আবহের মধ্যেই সুখবর। বিয়ে করলেন অভিনেত্রী মানালি দে। দীর্ঘদিনের বন্ধু অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। ১৫ আগস্ট, স্বাধীনতা দিনের দিনই বিয়ে করলেন তাঁরা। একেবারে সাদামাটাভাবে হল বিয়ে।

কলকাতা: করোনা আবহের মধ্যেই সুখবর। বিয়ে করলেন অভিনেত্রী মানালি দে। দীর্ঘদিনের বন্ধু অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। ১৫ আগস্ট, স্বাধীনতা দিনের দিনই বিয়ে করলেন তাঁরা। একেবারে সাদামাটাভাবে হল বিয়ে।

মানালি পরেছিলেন লাল রঙের সালোয়ার। কানে ছিল দুল। অভিমন্যুর পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি। দুজনের মুখেই ছিল মাস্ক। বিয়েতে উপস্থিত ছিলেন মানালির বাবা ও দাদু এবং অভিমন্যুর বাবা। তাঁর মা এখন মুম্বইয়ে। অভিমন্যুর বাড়িতে হয় রেজিস্ট্রি। কিন্তু এই করোনা আবহের মধ্যেই বিয়ে সারলেন কেন মানালি? এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ভাদ্র মাসে অনেক নিয়মকানুন থাকে। তাই এখনই বিয়ে সেরে ফেললেন তিনি। তবে আপাতত শুধু রেজিস্ট্রি। ছবিতেও মানালি ও অভিমন্যু রেজিস্ট্রির সময়কার আঙুলের ছাপ দেওয়ার ছবি শেয়ার করেছেন। শোনা যাচ্ছে দুই পরিবারের সদস্যরা এক জায়গায় হলেই তবে হবে রিসেপশন। 

View this post on Instagram

Registered 💖♥️

A post shared by manali dey (@manali_manisha) on Aug 15, 2020 at 5:36am PDT

Registered 💖♥️

A post shared by manali dey (@manali_manisha) on Aug 15, 2020 at 5:36am PDT

আরও পড়ুন: তাঁদের কাছে স্বাধীনতা মানে কী? অনুরাগীদের জানালেন টেলি তারকারা

অভিমন্যুর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন মানালি। অভিমন্যু পেশায় পরিচালক। কাজের সূত্রেই তাঁদের মধ্যে জমে ওঠে বন্ধুত্ব। সেখান থেকেই ঘনিষ্ঠতা ও প্রেম। আর তারপরই বিয়ের সিদ্ধান্ত। তবে এটি মানালির প্রথম বিয়ে নয়। এর আগে ২০১২ সালে বিয়ে হয়েছিল তাঁর। তবে সেই বিয়ে টেকেনি। গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয়েছিল মানালি। কিছুদিন তাঁরা সংসারও করেন। কিন্তু ক্রমশ সম্পর্কে ফাটল ধরে। তারপর বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০১৬ সালে আইনতই আলাদ হয়ে যান তাঁরা। এরপর ভেঙে পড়েছিলেন তিনি। কিছুদান কাজও বন্ধ রেখেছিলেন। কিন্তু তারপর ফের কাজে যোগ দেন তিনি। এরপর কাজ করতে করতেই অভিমন্যুর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মানালির। তারপর তাঁদের নিয়ে টলিউডে কানাঘুষো শুরু হয়। আর এখন তো তাঁরা স্বামী-স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =