মালদহ: মুক্তির দিন থেকেই এই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। বলিউড বাদশা শাহরুখ খানের ছবি ‘পাঠান’ এখন যেন আর কোনও সিনেমা নয়, উৎসব। গোটা দেশ তো বটেই, বিদেশের মাটিতেও ছক্কা হাঁকাচ্ছে কিং খানের এই অ্যাকশন থ্রিলার। কিন্তু এত উৎসবের মেজাজের মাঝেও মর্মস্পর্শী এক ছবি ধরা পড়ল বাংলায়। হাঁটতে অক্ষম বন্ধুকে নিজের কাঁধে করে সিনেমা হলে নিয়ে এলেন এক তরুণ। ‘গুরু’র ছবি একসঙ্গে দেখতে হবে বলে কথা।
আরও পড়ুন- ছবিতে শেষমেষ কতটা রইল গেরুয়া বিকিনি? এত বিতর্কের পর কেমন হল ‘পাঠান’?
রাজ্যের এক শাহরুখ ফ্যান ক্লাবের তরফে জানান হয়েছে, বিহারের ভাগলপুর থেকে ট্রেনে বাংলার মালদায় এসেছেন তারা দুজন। বন্ধু হাঁটতে না পারায় স্টেশন থেকে তাঁকে কাঁধে করেই সিনেমা হলে নিয়ে এসেছেন ওই যুবক। তাঁদের একটি ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রথমে পোস্ট করা হয়েছিল এক শাহরুখ-ফ্যান অ্যাকাউন্ট থেকে। এই দুই বন্ধুর ভিডিও দেখে অধিকাংশ মানুষ আপ্লুত হয়েছে। অনেকেই বলছেন, এই ঘটনা যেন বন্ধুত্বের অন্য সংজ্ঞা দিয়ে দিয়েছে। আর এই সবটাই সম্ভব হয়েছে বলিউড বাদশার জন্যই।
A disabled fan of @iamsrk, who cannot walk on his own feet. He rode on his friend’s shoulder from Bhagalpur in Bihar to watch the movie #Pathaan at Samsi Pawan Talkies cinema hall in Malda, West Bengal. #Pathaan100crWorldwide
— JUST A FAN. (@iamsrkfan_brk) January 26, 2023
প্রসঙ্গত, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া তথ্য অনুসারে তিন দিনে দেশের বক্স অফিসে ‘পাঠান’ গ্রস কালেকশন করেছে ২০১ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ছবির গ্রস আয় ১১২ কোটি টাকা। সবমিলিয়ে ৩১৩ কোটি টাকা। প্রথম দুদিনে এই ছবি ঐতিহাসিক ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনের কালেকশন প্রথম দিনকেও ছাপিয়ে গিয়েছিল।