Aajbikel

‘বাপ্পি লাহিড়ি আমাদের উত্তরবঙ্গের ছেলে’, শিল্পীর প্রয়াণে শোকাহত মমতা

 | 
বাপ্পি লাহিড়ি

কলকাতা: প্রয়াত প্রখ্যাত সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ি। তাঁর প্রয়াণে শোকের ছায়া গানের জগতে৷ শিল্পীর  মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়৷  শোকবার্তায় তিনি বলেন, ‘কিংবদন্তি গায়ক এবং সুরকার বাপ্পি লাহিড়ির অকাল প্রয়াণের খবরে আমি মর্মাহত। আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে নিখুঁত প্রতিভা ও কঠোর প্ররিশ্রমে সারা দেশে খ্যাতি এং সাফল্য অর্জন করেছিলেন। ভারতীয় সঙ্গীতে তাঁর অবদানে আমরা গর্বিত। আমরা বাপ্পি লাহিড়িকে বঙ্গবিভূষণ রাজ্যের সর্বোচ্চ সিভিলিয়ন অ্যাওয়ার্ড দিয়েছি। তাঁর প্রতিভা চিরস্মরণীয় হয়ে থাকবে। সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্য়ুতে সমবেদনা জানাই।’ 

আরও পড়ুন- ‘ইয়াদ আ রাহা হ্যায়...’ আলবিদা বাপ্পি দা

মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ বয়স হয়েছিল ৬৯ বছর। গত বছর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন বাপ্পি লাহিড়ি৷ সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই ভর্তি করা হয়েছিল তাঁকে। সেই সময় করোনাকে হারিয়ে বাড়িও ফিরে এসেছিলেন৷ মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ 


হাসপাতালের ডিরেক্টর ডাঃ দীপক নামজোশি জানিয়েছেন, গত প্রায় একমাস ধরে নানারকম শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরিছিলেন৷  কিন্তু মঙ্গলবার ফের অসুস্থ হয়ে পড়েন শিল্পী। পরিবারিক চিকিৎসক অবিলম্বে তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ তিনি বলেন, ‘‘তাঁর মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তার প্রাণবন্ত প্রকৃতি সবার মনে থাকবে।ওঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই।’’

Around The Web

Trending News

You May like