Aajbikel

গান স্যালুটে বিদায় কেকে-কে, প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গে কথা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 | 
kk

কলকাতা: বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। গানের মঞ্চেই শেষ তাঁর জীবন সফর৷ শিল্পীর প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেকে-র পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন দমদম বিমানবন্দরে গান স্যালুট দেওয়া হবে প্রয়াত সঙ্গীত শিল্পীকে। মুখ্যমন্ত্রী এও জানান, কলকাতা থেকে শিল্পীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে তাঁর প্রশাসন।

আরও পড়ুন- গাইতে গাইতে দর দর করে ঘামছিলেন, আলোগুলো নিভিয়ে দাও, বলেছিলেন কেকে

এদিন বাঁকুড়ার কর্মিসভা থেকে মমতা বলেন, ‘‘কেকে-র স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। আমি চেষ্টা করছি অন্তত যদি শেষবার দেখা যায়। আবহাওয়া ঠিকঠাক থাকলে অন্ডাল থেকে বিমানে করে দমদম যাব। সেখানে আমরা পুলিশকে দিয়ে গান স্যালুট করাব। কারণ তিনি এক জন কৃতী শিল্পী। কমবয়সিদের মধ্যে খুবই জনপ্রিয়। বলিউড থেকে টলিউড সব জায়গাতেই তিনি খুব প্রিয় মানুষ ছিলেন। তাঁর অনেক বিখ্যাত গান আছে। তাই বৈঠকটা আমাকে সংক্ষিপ্ত করতে হচ্ছে।’’

পাশপাশি তিনি টুইটে লেখেন, ‘বলিউড প্লেব্যাক গায়ক কেকে-র আকস্মিক এবং অকাল প্রয়াণে আমরা মর্মাহত। আমার সহকর্মীরা গতকাল রাত থেকেই কাজ করছেন, যাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা মেনে সমস্ত কাজ করা যায়। শিল্পীর পরিবারকে সবরকমভাবে সহায়তা করা হচ্ছে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

Around The Web

Trending News

You May like