মুখ্যমন্ত্রীর ‘উত্তম স্মরণ’! এই বছর ‘মহানায়ক’ সম্মান পেলেন কারা?

কলকাতা: রাজ্যতৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই ‘মহানায়ক সম্মান’ দেওয়ার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফি বছর টলিউডের শিল্পীদের এই বিশেষ সম্মান দেওয়া হয়ে থাকে।…

কলকাতা: রাজ্যতৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই ‘মহানায়ক সম্মান’ দেওয়ার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফি বছর টলিউডের শিল্পীদের এই বিশেষ সম্মান দেওয়া হয়ে থাকে। চলতি বছর মহানায়ক সম্মানে সম্মানিত করা হল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও গায়ক নচিকেতা চক্রবর্তীকে।

 

উত্তম স্মরণ মঞ্চ থেকে এবারের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র৷ এদিন রচনার নাম ঘোষণা করার সময় তিনি অবশ্য মঞ্চে উপস্থিত ছিলেন না। পরে তিনি  অডিটোরিয়ামে আসেন। মমতা জানান, লোকসভা অধিবেশনে ব্যস্ত থাকায় সময়ে পৌঁছতে পারেননি রচনা।

 

মুখ্যমন্ত্রী জানান, ২০২৩ সাল পর্যন্ত ২৩ জনকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছে৷  ৪১ জনকে বর্ষসেরা সম্মান দেওয়া হয়েছে, ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘‘২০১২ সাল থেকে আমরা এই অনুষ্ঠান করছি। আমরা খুঁজতে গিয়ে দেখি, আর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাইকেই দেওয়া হয়ে গিয়েছে।” এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রসেনজিৎ ৪০ বছর ধরে সংস্কৃতির ক্ষেত্রে অবদান রেখেছেন। ও আমাদের গর্ব।”