বিয়ের প্রস্তাব নাকচ, প্রকাশ্য রাস্তায় ছুরিকাহত অভিনেত্রী

মুম্বই: বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছুরিকাহত হলেন অভিনেত্রী। অভিনেত্রী মালবী মালহোত্রা এক পরিচিতের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সেই কারণে অভিযুক্ত গত রাতে তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ওই হামলায় অভিনেত্রীকে তিনবার পেটে এবং দুই হাতে ছুরি দিয়ে করা হয়েছিল। এখন অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

02cacd1707e74882d52b93365334450a

মুম্বই: বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছুরিকাহত হলেন অভিনেত্রী। অভিনেত্রী মালবী মালহোত্রা এক পরিচিতের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সেই কারণে অভিযুক্ত গত রাতে তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ওই হামলায় অভিনেত্রীকে তিনবার পেটে এবং দুই হাতে ছুরি দিয়ে করা হয়েছিল। এখন অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ, অভিযুক্ত ওই ব্যক্তি একটি বিলাসবহুল গাড়িতে এসেছিল। আর তারপর অভিনেত্রীকে ছুরিকাঘাত করেছিল। হামলার পর সে পালিয়ে যায়। তার নাম যোগেশ কুমার মহিপাল সিংহ। পুলিশকে ইতিমধ্যেই বয়ান দিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি এবং যোগেশ এক বছর ধরে একে অপরকে চিনতেন। তাঁরা বন্ধু ছিলেন। তবে, যোগেশ তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু অভিনেত্রী তাঁকে প্রত্যাখ্যান করেন এবং তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এফআইআর অনুযায়ী, মালবী মালহোত্রা দুবাই থেকে ফিরে আসার একদিন পর এই ঘটনা ঘটে।

সোমবার সকাল ৯ টা নাগাদ তিনি উত্তর মুম্বইয়ের ভারসোভা এলাকার একটি ক্যাফে থেকে বাড়ি ফিরছিলেন। তখন অভিযুক্ত ব্যক্তি তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করেছিল। যোগেশ একটি অডি গাড়িতে এসেছিল বলে খবর। মালবীকে গাড়ি থামিয়ে সে জিজ্ঞাসা করে যে কেন অভিনেত্রী তার সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। মালবী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও জানান, তিনি যোগেশের সাথে কথা বলতে চান না। যোগেশ যেন তাঁকে বিরক্ত না করে। এর পরই যোগেশ অভিনেত্রীকে তিনবার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য বলেছেন, “ভারসোভা পুলিশের (পশ্চিম শহরতলির মুম্বই) অধীনস্থ এলাকায় এই অপরাধ ঘটেছে। যোগেশের বিরুদ্ধে হত্যার চেষ্টা ও ছুরিকাঘাতের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়াও শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *