সুইমিংপুলে হট মালাইকা, নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী

মুম্বই: করোনা ভাইরাস আর লকডাউনের জোড়া ফলায় গত বছরটা কারোরই ভাল কাটেনি। কোনও কোনও দম্পতি আবার এই লকডাউনের মধ্যে একে অপরের সঙ্গে ভালমতো উপভোগ করছেন। তাঁদের মধ্যে অন্যতম অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাও। করোনার হাত থেকে অবশ্য বাঁচেননি তাঁরা। গত বছর সেপ্টেম্বরে মালাইকা ও অর্জুন দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিছুদিনের মধ্যেই সেরে ওঠেন তাঁরা। এবার একসঙ্গে সময় কাটাতে মুম্বই থেকে একটু দূরে গিয়েছেন মালাইকা ও অর্জুন।

 

মুম্বই: করোনা ভাইরাস আর লকডাউনের জোড়া ফলায় গত বছরটা কারোরই ভাল কাটেনি। কোনও কোনও দম্পতি আবার এই লকডাউনের মধ্যে একে অপরের সঙ্গে ভালমতো উপভোগ করছেন। তাঁদের মধ্যে অন্যতম অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাও। করোনার হাত থেকে অবশ্য বাঁচেননি তাঁরা। গত বছর সেপ্টেম্বরে মালাইকা ও অর্জুন দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিছুদিনের মধ্যেই সেরে ওঠেন তাঁরা। এবার একসঙ্গে সময় কাটাতে মুম্বই থেকে একটু দূরে গিয়েছেন মালাইকা ও অর্জুন।

বছর শেষের কদিন এবং নতুন বছরের শুরুতে গোয়ায় কাটান অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বোন অমৃতা অরোরার বাড়িতে ছুটি কাটান দুজনে। ইনস্টাগ্রামে মালাইকা তাঁর কিছু ছবিও পোস্ট করেছেন। তার মধ্যে মালাইকার সুইমস্যুটে পরিহিত ছবিও রয়েছে। যা রীতিমতো উত্তাপ বাড়িয়েছে নেটদুনিয়ার। মালাইকার হট অবতারে ক্লিন বোল্ড নেটিজেনরা। ছবিতে সাহসী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

অভিনেত্রীর ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেক অনুরাগীই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে আবার মালাইকা ও অর্জুনের জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীও তাঁর ও অর্জুনের ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানান। গোয়ার ক্যান্ডোলিম বিচে মালাইকার বোনের বাড়িতেই আপাতত রয়েছেন দুজনে। নতুন বছরের শুরুটা তাঁদের যে বেশ ভালই কেটেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 1 =