অন্তর্বাস ছাড়াই পোষ্য নিয়ে রাস্তায় মালাইকা! ছবিতে ঝড় নেটপাড়ায়

অন্তর্বাস ছাড়াই পোষ্য নিয়ে রাস্তায় মালাইকা! ছবিতে ঝড় নেটপাড়ায়

মুম্বই: চাবুক ফিগার, সেক্সি লুকে ৫০-এর দোরগোড়াতেও হট মালাইকা আরোরা৷ বয়স তাঁর কাছে শুধু একটা সংখ্যা মাত্র৷ আগুন ঝরা লাস্যে যে কোনও টিনেজ হিরোইনদের টেক্কা দিতে পারেন বলিউডের ছাইয়া গার্ল। তাঁর পকেটে রয়েছে ফ্যাশন ট্রেন্ড সেটার-এর তকমা৷ বডিকন পোশাক হোক বডিহাগিং গাউন, সবেতেই তিনি সাবলীল৷ তবে পোশাকের জন্য বহুবার ট্রোলডও হতে হয়েছে তাঁকে৷ আরও একবার পোশাক বিতর্কে নাম জড়ালেন অর্জুনের বান্ধবী। ব্রা না পরে রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়লেন অভিনেত্রী। যে দেখে নেটিজেনদের চক্ষুচড়কগাছ। মালইকার ব্রা-হীন লুক দেখে নতুন টপিক পেলেন ট্রোলাররাও৷ 

আরও পড়ুন- ICU-তেই চিকিৎসাধীন সুর সম্রাজ্ঞী, ‘আমরা চেষ্টা করছি, প্রার্থনা করুন’, বললেন চিকিৎসক

মালাইকা

এদিন পোষ্য সারমেয় ক্যাস্পারকে সঙ্গে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন মাল্লা। তিনি বরাবরই ফিটনেস ফ্রিক বলে পরিচিত। কিন্তু এটা কি করলেন তিনি? ঢোলা সোয়েটশার্টের নীচে ব্রা কোথায়? স্পষ্ট ফুটে উঠল স্তন যুগল৷ ক্যাজুয়াল অবতারে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিলেও মালাইকার পোশাক দেখে নেটিজেনদের চক্ষুচড়কগাছ৷ কোনওরকম অন্তর্বাস পরেননি যে এই বলি-সুন্দরী। মুহূর্তেই শুরু হয়ে যায় ট্রোলিং। কেউ লেখলেন, ‘ব্রা পড়তে ভালো লাগে না?’ কেউ আবার মালাইকাকে ‘নির্লজ্জ মহিলা’ বলতেও কসুর করলেন না৷ কটাক্ষ করে একজন লিখেছে, ‘মুখে দুটো মাস্ক থাকলেও একটিও ব্রাও পরলেন না।’

সতেজ শরীরের উষ্ণতা ছড়ালেন মালাইকা, দেখুন ছবি

তবে মালাইকার সমর্থনেও সুর চড়িয়েছেন বহু নেটিজেন। কেউ কেউ লিখেছেন, ‘মহিলারা ব্রা পরবেন কি না সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার।’ আবার কেউ কেউ লিখেছেন, ‘অনেকেরই অন্তর্বাস পরলে অস্বস্তি হয়। তাই হয়তো পরেননি৷’ অপর এক নেটিজেনের কমেন্ট,  ‘মালাইকা কিচ্ছু ভুল করেনি’৷ তবে প্রতিবারের মতো এবারও মুখে কুলুপ মালাইকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =