মালাইকার সুপার হট ক্লিভেজে ক্লিন বোল্ড তাঁর ভক্তকুল

মালাইকার সুপার হট ক্লিভেজে ক্লিন বোল্ড তাঁর ভক্তকুল

মুম্বই:  বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা৷ তিনি আজও লাস্যময়ী৷ তাঁর শরীর চুঁইয়ে পড়ে উষ্ণতা৷ পরতে পরতে লুকিয়ে রয়েছে কামনার উদ্রেক৷ তবে সম্প্রতি বেশ কয়েকবার নেট দুনিয়ায় ট্রোলড হতে হয়েছে এই বলিউড ডিভাকে৷ কখনও প্যান্ট না পরে তো কখনও আবার অন্তর্বাস ছাড়া ছবি পোস্ট করে সামালোচিত হয়েছেন মালাইকা আরোরা৷ আরও একবার বোল্ড অবতারে ধরা দিলেন আরবাজ খানের প্রাক্তন ঘরনী৷

আরও পড়ুন-  প্রসবের দু’দিন আগেও শুটিংয়ে ব্যস্ত করিনা কাপুর

এবার হাই থাই স্লিট, হাফ প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে পড়লেন অভিনেত্রী৷ তাঁর এই ছবি ভাইরাল হতেই ফের উঠল সমালোচনার ঝড়৷ সোশ্যাল মিডিয়ায় বরাবরই নেটিজেনদের নজরে তিনি৷ তাঁর নতুন ছবি পোস্ট হতেই ফের উত্তাল নেটদুনিয়া৷ তাঁর নির্মেদ শীরর, ফ্ল্যাট অ্যাবস দেখে বরাবরই ফিদা তাঁর ভক্তকুল৷ কিন্তু তাঁর নতুন ছবি দেখে নেটবাসীদের চক্ষু একেবারে চড়কগাছ৷ তাঁর হট ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

মালাইকার উষ্ণতা এড়াতে পারে না তাঁর ভক্তরা৷ তাঁর নেশায় একেবারে বুদ৷ সাহসী অভিনেত্রী হিসাবে বরাবরই বলিউডে তকমা রয়েছে তাঁর৷ মালাইকা সব অবতারেই যেন মারমার কাটকাট৷ বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি৷ তাঁদের প্রেমও বলিউডে হট কেক৷ বনি পুত্রের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি৷ তবে কবে সাত পাকে বাঁধা পড়বেন এই লাভ বার্ডস? এই উত্তরের অপেক্ষায় টিনসেল টাউন৷ কিন্তু মুখে কুলুপ দু’জনের৷ 

আরও পড়ুন- কিস ডে: উষ্ণতা ছড়ানো টলিউডের কিছু সাহসী চুম্বন

কবে তাঁরা গাঁটছড়া বাঁধছেন সে বিষয়ে কেউ মুখ না খুললেও একে অপরকে ছেড়ে থাকতেই পারেন না তাঁরা৷ তাঁদের ইনস্টাগ্রাম ফলো করলেই দেখা যায় কিছু মিল৷ কয়েক দিন আগে  মালাইকা  চাঁদনি রাত বলে নিজের ছবিতে ক্যাপশন দিয়েছিলেন,  সেই সময় অর্জুন কাপুরকেও দেখা গিয়েছিল একইরকম ছবি শেয়ার করতে। ফলে তাঁদের প্রেম যে কতটা গভীর তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =