Aajbikel

সাদা স্প্যাগেটিতে স্পষ্ট বুকের খাঁজ, টোনড উরু ফ্লন্টস করে হটনেসে ঝড় মালাইকার

 | 
মালাইকা

মুম্বই: মালাইকা মানেই উষ্ণতা৷ শরীর জুড়ে টানটান উত্তেজনা৷ ফিটনেস ফ্রিক মালাকার শরীরী লাস্যে মশগুল আঠারো থেকে আশি৷ ৫০-এক কোটায় পৌঁছেও তিনি লাস্যময়ী৷ বোল্ড অভিনেত্রী হিসাবে বি-টাউনে পরিচিত বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা৷ তাঁর ফ্যাশন স্টেটমেন্ট সর্বদাই চর্চায়৷ এরই মধ্যে ফের বোল্ড লুকে আগুন ঝরালেন তিনি৷ নতুন ছবি পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল৷ সাদা রঙের স্প্যাগেটি টপের সঙ্গে উরু বার করা লং স্কার্টে ঝড় তুলেছেন ছাইয়া গার্ল৷ 

আরও পড়ুন- ৪৫ মিনিটের শোয়ের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ সিং?

মালাইকা


উন্মুক্ত ক্লিভেজই হোক বা অনাবৃত উরু, কখনও আবার নিতম্ব ফ্লটস করে ফ্যাশন দুনিয়ায় আলোড়ন ফেলেছেন অর্জুন প্রমিকা৷ শরীর নিয়ে খেলা করতে তিনি বেশ ভালোই পারেন৷ বহু এক্সপেরিমেন্টের পর তিনি এখন ফ্যাশন আইকন৷ এই গরমে উষ্ণ ছবি পোস্ট করে নেটপাড়ার উত্তাপ আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী৷ সাদা রঙের স্প্যাগেটি টপ এবং উরু বার করা লং স্কার্ট পরে হট পোজ দিলেন তিনি৷ স্কার্টের ফাঁক দিয়ে ধরা দিল উন্মুক্ত মসৃণ উরু৷ সাদা টপে সুস্পষ্ট বুকের খাঁজ৷  পায়ে গ্ল্যাডিয়েটর স্যান্ডেল গলিয়ে ছবির ক্যাপশনে লিখলেন, 'গরমের প্রয়োজনীয় জিনিস'।

মালাইকা


দিন কয়েক আগে তাঁর মিরর সেলফি দেখে ঘাম ঝরেছিল ভক্তদের৷ ব্যাকলেসে ছবিতে চুঁইয়ে পড়েছে উষ্ণতা। নিতম্ব ফ্লন্টস করে ছবিতে পোজ দিয়ে ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর সেক্সি ফিগারের নেশায় বুঁদ নেটিজেনরা৷ সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ডিভোর্স বা বিচ্ছেদের পর মেয়েদের নতুন করে শুরু করা উচিত৷ মেয়েদের নতুন সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে এমনিতেই একটা বিদ্বেষী চিন্তাভাবনা রয়েছে কারও কারও মধ্যে। তার উপর বয়সে বড় মেয়ের ছোট প্রেমিক এখনও আমাদের সমাজে অপবিত্র বলে গণ্য৷ প্রসঙ্গত, মালাইকার বয়স এখন ৪৮৷ আর প্রেমিক অর্জুন মাত্র ৩৬৷ 

Around The Web

Trending News

You May like