Aajbikel

ছবির সাফল্যে প্রাণনাশের হুমকি! শাহরুখকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিল মহারাষ্ট্র সরকার

 | 
শাহরুখ

মুম্বই: ‘পাঠান’-এর পর ‘জওয়ান’৷ পর পর দু’টি ছবির সাফল্যের পর প্রাণনাশের হুমকি দিল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। মহারাষ্ট্র সরকারের তরফ অভিনেতার নিরাপত্তা বলয় নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শাহরুখ।

 

চলতি বছরেই বক্স অফিসে পর পর দু’টি ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছে কিং খান। ‘জওয়ান’ এবং ‘পাঠান’ দু’টি ছবিই বিশ্বজোড়া বক্স অফিসে হাজার কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে। সেই সাফল্যই শাহরুখের প্রাণনাশের কারণ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ 

বলিপাড়া সূত্রে খবর, ‘পাঠান’ ছবির প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন বলিউড বাদশা। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে প্রাণ নাশের ভয় দেখানো হয়েছে বলে কানাঘুষো৷ এমতাবস্থায় কোনও ঝুঁকি নিতে নারাদ মহারাষ্ট্র সরকার। কিং খানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল একনাথ শিণ্ডে সরকার।  


শাহরুখ খানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হল। রাজ্যের ইন্সপেক্টর জেনারেল (ভিআইপি সিকিউরিটি) জানিয়েছেন, ইতিমধ্যে এই মর্মে সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। এবার থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি নিরাপত্তাই পাবেন শাহরুখ। এত দিন পর্যন্ত বলিউড তারকার সঙ্গে দু’জন পুলিশ কনস্টেবল থাকতেন। ওয়াই প্লাস’ ক্যাটাগরি পাওয়ার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থায় আরও মজবুত করা হল৷  

যদিও এই নিরাপত্তার খরচ বহন করতে হবে বাদশাকেই৷ পাশাপাশি আনুসঙ্গিক খরচ তথা নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই টাকা জমা পড়বে সরকারি কোষাগারে। প্রসঙ্গত, তাঁকে যে খুনের হুমকি দেওয়া হচ্ছে, সে বিষয়ে মহারাষ্ট্র সরকারের কাছে লিখিত ভাবে জানিয়েছিলেন শাহরুখ। তার পরেই রাজ্য সরকার তাঁর নিরাপত্তার বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷ 

 

 

Around The Web

Trending News

You May like