প্রয়াত মহাভারতের ‘শকুনি মামা’, অভিনেতা গুফি পেন্টালের মৃত্যুতে শোকের ছায়া

প্রয়াত মহাভারতের ‘শকুনি মামা’, অভিনেতা গুফি পেন্টালের মৃত্যুতে শোকের ছায়া

মুম্বই: বলিউডে ফের শোকের ছায়া৷ প্রয়াত অভিনেতা গুফি পেন্টাল৷ যিনি ‘শকুনি মামা’ নামেই অধিক পরিচিত। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ ৩১ মে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হল না৷ ৫ জুন সকালে প্রয়াত হলেন অভিনেতা গুফি পেন্টাল ওরফে মহাভারতের ‘শকুনি মামা’। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। অভিনেতার পুত্র হ্যারি পেন্টাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ 

এদিন অভিনেতার পুত্র বলেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা গুফি পেন্টাল আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। পরিবারের মাঝে শান্তিপূর্ণ ভাবে মৃত্যু হয়েছে তাঁর।’’

পরিচালক বিআর চোপড়ার মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন গুফি। নব্বইয়ের দশকে টেলিভিশনের পর্দায় ঘরে ঘরে চর্চিত হত তাঁর অভিনয়ের কথা৷ ১৯৪৪ সালের ৪ অক্টোবর একটি শিখ পরিবারে জন্ম গুফির। ছিলেন ইঞ্জিরিয়ারিংয়ের ছাত্র৷ ১৯৬৯ সালে ছোট ভাইয়ের হাত ধরে বিনোদন জগতে আসেন। প্রথম জীবনে পরিচালনার কাজে যুক্ত ছিলেন। আশির দশকে থেকে অভিনয় শুরু তাঁর। বেশ কিছু হিন্দি সিরিয়ালে অভিনয় করলেও খ্যাতি আসে ‘মহাভারত’-এ অভিনয় করার পর৷ 

গুফির সহ-অভিনেতা পঙ্কজ ধীর ২০১০ সালে মুম্বইয়ে অভিনয় অ্যাক্টিং অ্যাকাডেমি নামে একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র খোলেন। বেশ কয়েক বছর ওই সংস্থায় ফ্যাকালটির দায়িত্ব পালন করেন পর্দার শুকুনি মামা।  ‘রফু চক্কর’, ‘দেশ-পরদেশ’, ‘দিললাগি’র, ‘ময়দান-এ-জঙ্ঘ্‌’ মতো ছবিতেও অভিনয় করেছেন গুফি৷