কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ কিন্তু আপাতত স্বস্তির খবর এই যে, টানা ২৩ দিন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ছুটি পেয়েছেন তিনি। শুক্রবার রাতেই নিজের বাড়িতে ফিরেছেন তিনি। গত ২১ শে জুন থেকে সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মাধবী মুখোপাধ্যায়।
সেলুলাইটিসের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। সেই সময় জেনারেল ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিন্তু, অবস্থার অবনতি ঘটলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় মাধবীকে। কিন্তু আপাতত কোনও রকম ঝুঁকির কিছু নেই বলেই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আসলে ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস আক্রান্ত হয়েছেন মাধবী মুখোপাধ্যায়। ত্বকের নীচে থাকা ব্লাড ভেসেলে প্রদাহ দেখা দিয়েছিল। দু-পা জুড়ে র্যাশ বেরিয়ে ছিল। তবে এই মুহূর্তে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল। ত্বকের প্রদাহের কোনও লক্ষণ নেই, তবে আপতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে।
প্রসঙ্গত, সেলুলাইটিস হল একটি ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই সাধারণ ব্যাকটেরিয়া থেকেই গুরুতর অসুখ হতে পারে। সাধারণত পায়ের নীচের অংশেই এই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। এর ফলে ত্বক লাল হয়ে ফুলে যায়। কোনও কিছুর সঙ্গে স্পর্শ হলেই ব্যথা অনুভূত হয়।