টাকা ধার নিয়ে প্রেমিকাকে উপহার, জুতোপেটা জুটল বলিউড অভিনেতার

টাকা ধার নিয়ে প্রেমিকাকে উপহার, জুতোপেটা জুটল বলিউড অভিনেতার

 

মুম্বই: প্রেমে পড়ে দেশে-বিদেশে মানুষজনের কীর্তি দেখে মাঝেমাঝে আমাদের চক্ষু চড়কগাছ হয়, কারো বা চোখ উঠে যায় কপালে। কেউ কেউ যেমন প্রেমিকার জন্য সবকিছু ছেড়েছুড়ে পালিয়ে যেতে একমুহূর্তও ভাবে না, তেমনই কেউ কেউ আবার অবাককর কান্ড ঘটিয়ে ফেলে প্রিয় মানুষটির জন্য। এবার প্রেমে পড়ে বর্তমান বলিউডের জনপ্রিয় নেতা পুলকিত সম্রাট একটি কান্ড দেখে আপনিও অবাক হওয়ার যাবেন। এই অভিনেতা নাকি প্রেমিকার জন্য উপহার কেনার জন্য টাকা ধার করায় জুতাপেটা খেয়েছেন।

ঘটনাটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটাই সত্যি, কারণ ঘটনার কথা জানিয়েছেন খোদ অভিনেতা। প্রেম দিবসের আগে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনেতা পুলকিত সম্রাট জানিয়েছেন, “স্কুলে সপ্তম শ্রেণীতে পড়বার সময় আমার একজন প্রেমিকা ছিল। পকেট মানি বাঁচিয়ে নাহলে ধার করে প্রেমিকাকে ভ্যালেন্টাইন্স ডে-তে গিফট কিনে দিতাম তখন প্রতিবছর। তারপর একদিন দোকানদার এসে মাকে সব কথা জানিয়ে দেন”। তারপরেই ঘটে মজার ঘটনা। অভিনেতা একই বক্তব্যে নিজেই বলেছেন, “এরপরই মায়ের হাতে আমাকে জুতোপেটা খেতে হয়”।
 

উল্লেখ্য, ‘ফুকরে’ সিনেমার জনপ্রিয় অভিনেতা পুলকিত সম্রাটকে সম্প্রতি বিজয় নাম্বিয়া পরিচালিত ‘তাইশ’ ছবিতে দেখা গেছে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন তার বর্তমান প্রেমিকা কৃতি খরবন্দা, যদিও পুলকিতের বিপরীতে এই ছবিতে ছিলেন জিম সর্ব। সূত্রের খবর, পুলকিত সম্রাটের পরবর্তী ছবি ‘হাতি মেরে সাথী’ ৫ টি ভাষায় সিনেমাঘরে আসছে আগামী ২৬ শে মার্চ, যে ছবিতে এই অভিনেতার সঙ্গে থাকবেন রানা দুগ্গাবতী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seven =