কলকাতা: আবার একবার বাঙালিদের জয়জয়কার হল বলাই যায়। কারণ সম্প্রতি যে সেরা ১০ ভারতীয় ছবির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথম তিনটি ছবিই বাঙালি পরিচালক তথা বাংলার। আর শীর্ষে রয়েছে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালি’। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস এই ছবিগুলির একটি তালিকা প্রকাশ করেছে।
আরও পড়ুন- ‘বাঙালি হয়ে হিন্দি বলতে পারি,তোমরা বাংলা শিখবে না কেন?’ ধমক শর্মিলার, চুপ আদিত্য
কোন কোন ছবি আছে এই তালিকাতে? দেখা গিয়েছে, তালিকার প্রথম ছবি ১৯৫৫ সালে মুক্তি পাওয়া ‘পথের পাঁচালি’। ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ছবি এটাই, তা আবার প্রমাণিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় এই ছবি বানান। তালিকায় পরের ছবিটি শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তৃতীয় স্থান পেয়েছে ১৯৬৯ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ভুবন সোম’। তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’, ১৯৭৭ সালের গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ এবং ১৯৭৩ সালের এমএস সথ্যুর ‘গরম হাওয়া’।
তবে বাঙালির নামে শুরুর তিনেই শেষ হয়নি। তালিকার সপ্তম স্থানে ফের জায়গা পেয়েছে সত্যজিৎ রায়ের ছবি। ১৯৬৪ সালে মুক্তি পাওয়া ‘চারুলতা’ এই স্থান দখল করেছে। অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অঙ্কুর’, নবমে ১৯৫৭ সালের গুরু দত্তের ‘পিয়াসা’ এবং দশমে রয়েছে ভারতীয় সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় ছবি রমেশ সিপ্পির ১৯৭৫ সালের ছবি ‘শোলে’।