ঠোঁটে বোলতা কামড়েছে? অর্জুন প্রেমিকাকে নিয়ে ট্রোল নেটপাড়ায়, মোক্ষম দিলেন গ্যাব্রিয়েলা

ঠোঁটে বোলতা কামড়েছে? অর্জুন প্রেমিকাকে নিয়ে ট্রোল নেটপাড়ায়, মোক্ষম দিলেন গ্যাব্রিয়েলা

 মুম্বই: অর্জুন রামপাল আর গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম নেই৷ লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁরা৷ তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে৷ নাম আরিক৷ গ্যাব্রিয়েলা সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর৷ মাঝে মধ্যেই খোলামেলা পোশাকে নিজের ছবি শেয়ার করে থাকেন তিনি৷ এবার ইনস্টাগ্রামে ট্রোলিংয়ের শিকার হলেন অর্জুন প্রেমিকা৷ কিন্তু সপাটে এমন জবাব দিয়েছেন গ্যাব্রিয়েলা যে, নিজেই নাস্তানাবুদ ট্রোলার৷ 

আরও পড়ুন- বিতর্ক উস্কে বিগ বস-১৫-র ট্রফি ঘরে তুললেন তেজস্বী, না-খুশ টেলি তারাকারা

গ্যাব্রিয়েলার শরীরি হিল্লোলে কুপোকাত অনেকেই৷ লাস্যময়ী শরীরের খাঁজে অনেকেই মন হারিয়েছেন৷ সম্প্রতি রূপ পরিচর্যা করার একটি ভিডিয়ো আপলোড করেছিলেন অর্জুন-প্রেমিকা। ওই ভিডিয়োর ক্যাপশনে রূপ পরিচর্যার জন্য সানব্লক, ময়েশ্চারাইজার-এর কথাও উল্লেখ করতে দেখা যায় গ্যাব্রিয়েলাকে৷ ওই ভিডিয়োর কমেন্ট বক্সেই এক ইউজার কটাক্ষ করে বলেন, ‘আপনার ঠোঁট দেখে মনে হচ্ছে কোনও বোলতা হুল ফুটিয়েছে। আচ্ছা, তোমরা আদতে যেমন দেখতে, তেমনটাতে সন্তুষ্ট থাকো না কেন? ভালো থাকার জন্য বোলতার কামড় খেতেই হবে?’  আসলে ঘুরিয়ে প্যাঁচিয়ে ওই ব্যক্তি বলতে চেয়েছেন, অস্ত্রপোচার করে এই ঠোঁট পেয়েছেন গ্যাব্রিয়েলা৷ কিন্তু অর্জুন-প্রেমিকাও ছেড়ে কথা বলার পাত্রী নন৷ দিলেন মোক্ষম জবাব৷ 

অর্জুন রামপাল

গ্যাব্রিয়েলা বলেন, ‘ কথাটা শুনে খুব হাসি পাচ্ছে। তবে জানিয়ে রাখি, আমি কোনও ‘বোলতার কামড়’ খাইনি। আমার ঠোঁট দুটোই এরকম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =