Aajbikel

গুরুতর অসুস্থ অভিনেত্রী লিলি চক্রবর্তী, ফুসফুসে সমস্যা, রয়েছে শ্বাসকষ্ট

 | 
লিলি চক্রবর্তী

কলকাতা: গুরুতর অসুস্থ অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ঠাকুমার চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন স্বর্ণযুগের বর্ষীয়ান এই অভিনেত্রী৷ ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার–তিনি অভিনয় করেছেন সকলের সঙ্গে। ৮২ বছর বয়সে এসেও দাপটের সঙ্গে সিরিয়ালে কাজ করছিলেন লিলি৷ টিআরপিতে প্রথম দিকে থাকা ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে প্রশংসা কুড়িয়েছে দর্শকের। কিন্তু ইদানিং তাঁকে আর পর্দায় দেখা যাচ্ছে না। বাড়ির বউ পর্ণার পাশে ঢাল হয়ে থাকা ঠাকুমা পর্দায় মিসিং। হঠাৎ কী হল তাঁর?

জানা গেল, লিলি চক্রবর্তী অসুস্থ৷ বিগত ১২দিন হাসপাতালে ভর্তি ছিলেন৷ সেই কারণে শুটিংয়েও যেতে পারেননি। হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও চিকিৎসকের কড়া নিয়ম মেনে চলতে হচ্ছে তাঁকে৷  হাঁপানির সমস্যা রয়েছে তাঁর৷ এছাড়াও হাই ব্লাড সুগার ও সিওপিডি (ফুসফুসের সমস্যা)-তে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী। যার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে৷ 

Around The Web

Trending News

You May like