Aajbikel

‘আগে বলিউডে অভিনয়টা শেখো', লাইগার ফ্লপ হতেই হলিউড সংলাপ নিয়ে ট্রোলড অনন্যা

 | 
লাইগার

 মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘লাইগার’৷ এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা গিয়েছিল৷ বিশেষ করে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে৷ কিন্তু, এই ছবির হাত ধরেও কাটল না বলিউডে হিটের খরা৷ মুক্তির পর দেখা গেল এ ছবিও দর্শক টানতে ব্যর্থ। কেউ বয়কটের ডাক দেয়নি ঠিকই৷ কিন্তু, থিয়েটারে গিয়ে ছবিটি দেখার আগ্রহও দেখা যাচ্ছে না অধিকাংশ মানুষের মধ্যে৷

 

 

 

আরও পড়ুন- রসায়নের ছাত্র থেকে বাঙালির আইকন, এবার আসছে সেই ভানুর বায়োপিক


লাইগারে 'গ্ল্যামডল' অনন্যা পাণ্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘ন্যাশানাল ক্রাশ’ বিজয় দেবেরাকোন্ডা৷ কিন্তু, বক্স অফিস জমাতে পারল না বিজয়-অনন্যার কেমিস্ট্রি। এই ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ ছবি ফ্লপ হতেই বিজয়ের পুরনো ভিডিয়ো ভাইরাল৷ যার জেরে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে৷ কাটাছেড়া শুরু অনন্যাকে নিয়েও। ছবির একটি দৃশ্যে হলিউডকে টেনে সংলাপ বলতে শোনা যায় অনন্যাকে৷ তিনি নাকি হলিউডের বিরাট স্টার। ছবি মুক্তির তৃতীয় দিনে অভিনেত্রীর এই সংলাপকে কেন্দ্র করেই উঠেছে মিমের ঝড়৷

 এক টুইটার ইউজার লিখেছেন, "বলিউডে আগে ঠিক করে অভিনয়টা শেখো। তারপর হলিউড।" অন্য এক ইউজার হলিউড তারকা স্কার্টলেট জনসন, এমা ওয়াটসনের প্রসঙ্গ টেনে লিখেছেন, "মানেটা কি? এই সকল হলিউড অভিনেত্রীরা এবার অনন্যা পাণ্ডের সঙ্গে প্রতিযোগীতায় নামবেন?" এক নেটিজেন তো আবার স্ক্রিপ্ট রাইটারেরে দিকে আঙুল তুলেছেন৷ তাঁর প্রশ্ন,  "কোন লেখক এই ধরণের সংলাপ লিখেছেন?" 


 প্রসঙ্গত, এটাই প্রথম নয়৷ এর আগেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে চাঙ্কি পান্ডে কন্যা অনন্যাকে৷ করণ জোহরের ‘স্টুডেন্টস অফ দা ইয়ার টু’ ছবিতে অভিনয় করার সময় তাঁকে 'প্রোডাক্ট অফ নেপোটিজম' বলেও কটাক্ষ করেছিলেন নেটিজেনরা৷ 


 

Around The Web

Trending News

You May like