মুম্বই: নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত। আচমকাই নিজের হিংসাত্মক সম্পর্কের কথা বলে আপাতত শিরোনামে তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি, প্রায় পাঁচ বছর ধরে এক পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে ব্রেক-আপের পর জনসমক্ষে যেতে চাইতেন না তিনি। যদিও শেষ পর্যন্ত নিজের পরিস্থিতির কথা জানাবেন বলে ঠিক করেছেন।
তিনি জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে ডেট চলাকালীন তাঁকে নানা ভাবে হেনস্থা করা হয়েছে। যে কারণে তিনি নিজের উপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন৷ বলেন, ‘‘ইন্ডাস্ট্রির বাইরের এক ব্যক্তির সঙ্গে আমার পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল। কমন বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল। কিন্তু আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি, কারণ সে আমাকে নির্যাতন করত। মৌখিক ও শারীরিক ভাবে আমাকে নির্যাতন করত সে। এমনকী আমার বন্ধুদের সামনেও আমাকে মারধর করেছিল সে। এ জন্য আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আমি।’’