‘ওকে একটু বাঁচতে দিন’, মেয়েকে নিয়ে চিন্তিত কাজলের আর্জি

মুম্বই: এবার মেয়েকে নিয়ে গভীর চিন্তায় অভিনেত্রী কাজল৷ মেয়ের পরীক্ষায় জন্য নাইসা দেবগনকে ছাড় দেওয়ার আর্জি মা কাজলের৷ সম্প্রতি, অভিনেত্রী কাজলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর মেয়ে নাইসা দেবগন কবে বলিউডে ডেবিউ করবেন? উত্তর কাজল বলেন, নাইসা তারকার সন্তান ঠিকই, কিন্তু এ বার সাধারন মানুষ ও মিডিয়া দয়া করে ওকে একটু নিজের মতো করে বাঁচতে দিক।

‘ওকে একটু বাঁচতে দিন’, মেয়েকে নিয়ে চিন্তিত কাজলের আর্জি

মুম্বই: এবার মেয়েকে নিয়ে গভীর চিন্তায় অভিনেত্রী কাজল৷ মেয়ের পরীক্ষায় জন্য নাইসা দেবগনকে ছাড় দেওয়ার আর্জি মা কাজলের৷

‘ওকে একটু বাঁচতে দিন’, মেয়েকে নিয়ে চিন্তিত কাজলের আর্জিসম্প্রতি, অভিনেত্রী কাজলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর মেয়ে নাইসা দেবগন কবে বলিউডে ডেবিউ করবেন? উত্তর কাজল বলেন, নাইসা তারকার সন্তান ঠিকই, কিন্তু এ বার সাধারন মানুষ ও মিডিয়া দয়া করে ওকে একটু নিজের মতো করে বাঁচতে দিক।

‘ওকে একটু বাঁচতে দিন’, মেয়েকে নিয়ে চিন্তিত কাজলের আর্জিমুম্বইয়ে ২০১৯ সালের দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন কাজল। তখনই এমন মন্তব্য করেন অভিনেত্রী। অভিভাবকদের তারকা স্ট্যাটাসের জন্য সন্তানদের ভবিষ্যৎ কী ভাবে ক্ষতিগ্রস্ত হয়, এ নিয়ে কাজল ও অজয় দেবগণ মাঝেমধ্যেই সোচ্চার হন।

সম্প্রতি টোটাল ধামাল সিনেমার প্রমোশন অনুষ্ঠানে গিয়ে অজয় দেবগনও একটি সংবাদ সংস্থাকে বলেন যে, তিনি ও তাঁর স্ত্রী সেলেব্রিটি এটা ঠিকই, তাই তাঁদের বিভিন্ন সময়ে সমালোচনার শিকারও হতে হয়। কিন্তু তাঁদের সন্তানদের কেন এ ভাবে চুলচেরা বিচারের মুখে পড়তে হবে বারবার? প্রশ্ন তুলেছিলেন অজয়। নাইসার কেরিয়ার পরিকল্পনা নিয়ে কাজল বলেন, ‘‘ওর এখন মাত্র ১৬ বছর বয়স। আমার মনে হয় মিডিয়া ও জনতা ওকে একটু নিজের মতো করে থাকতে দিলে ভালো হয়। সম্প্রতি নাইসা নিজের ১৬তম জন্মদিন উদযাপন করেছে। এখন সে দশম শ্রেণিতে পড়ে এবং নিজের বোর্ড এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =