ঘুমের মধ্যেই প্রয়াত গায়িকা-অভিনেত্রী রুমা গুহঠাকুরতা

কলকাতা: ঘুমের মধ্যেই প্রয়াত হলেন অভিনেত্রী রুমা গুহঠাকুরতা৷ আজ সকালে তিনি তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বসয় হয়েছিল ৮৪ বছর৷ আজ সন্ধ্যায় অন্তোষ্টিক্রিয়া হবে৷ আজ সকাল ছ’টায় তাঁর প্রয়াণ হয়৷ আশিতে আসিও না, পলাতক, দাদার কীর্তির মতো একাধিক সিনেমারয় তিনি অভিনয় করেন৷ গেয়ছেন গান৷ তাঁর জীবনে ৪ সংখ্যাটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ৷ ১৯২৪ সালে

ঘুমের মধ্যেই প্রয়াত গায়িকা-অভিনেত্রী রুমা গুহঠাকুরতা

কলকাতা: ঘুমের মধ্যেই প্রয়াত হলেন অভিনেত্রী রুমা গুহঠাকুরতা৷ আজ সকালে তিনি তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বসয় হয়েছিল ৮৪ বছর৷ আজ সন্ধ্যায় অন্তোষ্টিক্রিয়া হবে৷ আজ সকাল ছ’টায় তাঁর প্রয়াণ হয়৷ আশিতে আসিও না, পলাতক, দাদার কীর্তির মতো একাধিক সিনেমারয় তিনি অভিনয় করেন৷ গেয়ছেন গান৷

তাঁর জীবনে ৪ সংখ্যাটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ৷ ১৯২৪ সালে ৪ অগাস্ট তাঁর জন্ম৷ অভিনয় করেছেন ৪টি বাংলা সিনেমায়৷ বিয়েও করেছেন চারবার৷ তিনি কিশোর কুমারের কাছের ছিলেন বলেও জানা যায়৷ তৎকালীন বাংলা ছবিতে রুমাদেবীর অভিনয় ও গানে পাগল ছিলেন যুবকরা৷ ১৯৫১ সালে সত্যজিত রায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ সত্যজিতের সঙ্গে ১৯৫৮ সালে রুমা ঘোষের সঙ্গে বিচ্ছেদ হয় ১৯৫৮ সালে৷  কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ অমিত কুমার তাঁর ছেলে৷ পরে, রুমাদেবী কেরিয়ার ছাড়তে রাজি না হওয়ায় বিচ্ছেদ হয় তাঁদের৷ পরে রুমাদেবী বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে৷ তাঁদের ছেলে অয়ন৷ মেয়ে শ্রমণা৷ নামী সঙ্গীতশিল্পী৷ শ্রমণাকে ভালবাসতেন কিশোর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 6 =