প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক

কলকাতা: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷ আজ বিকেলে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা৷ গত সপ্তাহেই দীর্ঘ রোগভোগের পর হাসপাতাল থেকে গড়িয়ার বাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়৷ বার্ধক্যজনিত অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা৷ চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিলেন৷ চিকিৎসায় খুব বেশি সাড়া না দেওয়ায় তাঁকে বাড়িতে ফিরিয়ে

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক

কলকাতা: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷ আজ বিকেলে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা৷

গত সপ্তাহেই দীর্ঘ রোগভোগের পর হাসপাতাল থেকে গড়িয়ার বাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়৷ বার্ধক্যজনিত অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা৷ চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিলেন৷ চিকিৎসায় খুব বেশি সাড়া না দেওয়ায় তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা৷

বাংলা চলচ্চিত্র জগতে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন নিমু ভৌমিক৷ ‘গণদেবতা’ থেকে শুরু করে ‘দাদার কীর্তি’ ছবিতে অনবদ্য অভিনয় করে দেখিয়েছেন তিনি৷ ‘বাঘিনী’, ‘ছোটবউ’, ‘মঙ্গলদীপ’, ‘সাহেব’ প্রভৃতি সিনেমায় তিনি ছিলেন অনবদ্য৷ খলনায়ক চরিত্রে তিনি ছিলেন বেশ জনপ্রিয়৷ পাশাপাশি হাস্যকৌতুক চরিত্রেও তাঁর অভিনয় ছিল অসামান্য৷

জানা গিয়েছে, গত মে ও জুন মাসে দুই থেকে তিন বার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার উন্নতি হলে বাড়ি ফিরে আনা হয়৷ পরে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ দীর্ঘদিন ধরেই স্নায়ু ও প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন তিনি৷

অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতে নেমে ছিলেন৷ বিজেপির টিকিটের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি৷ তবে জয়ী না হতে পারলেও বিজেপির অন্দরে তাঁর যাতায়াত ছিল ভাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 13 =