অস্কারের মঞ্চে ভারতের বাজি ‘লাপাতা লেডিস’! কিরণের ছবি ঘিরে উচ্ছ্বাস | Laapata Ladies Oscar Nomination

Laapata Ladies Oscar Nomination মুম্বই:  অস্কারের মঞ্চে এবার কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’৷ ২০২৫ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে ঘোষণা করা…

Laapata Ladies Oscar Nomination

Laapata Ladies Oscar Nomination

মুম্বই:  অস্কারের মঞ্চে এবার কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’৷ ২০২৫ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে ঘোষণা করা হল ‘লাপাতা লেডিজ’-এর নাম ৷ ২৯টি ছবির মধ্যে সেরার সেরা হিসাবে জায়গা করে নিল কিরণ রাওয়ের এই ছবি৷ রণবীর কাপুরে ‘অ্যানিম্যাল’ ও মালায়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আত্তম’-এর মতো ছবিকে পিছনে ফেলে এগিয়ে গেল এই ছবি৷ (Laapata Ladies Oscar Nomination)

lpl

মনে পড়ে নৌকাডুবির গল্প

সোমবার সিলেকশন কমিটি এই ছবির নাম ঘোষণা করে৷ বক্স অফিসে দারুণ ব্যবসা করে এই ওয়েব সিরিজটি। যদিও এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর বাঙালিদের মনে উস্কে উঠেছিল রবি ঠাকুরের ‘নৌকাডুবি’র কাহিনী। তবে ঘোমটার আড়ালে থাকা বউ বদল ছাড়া, কিরণের এই ছবির সঙ্গে নৌকাডুবির কোনও মিলই নেই। নেটফ্লিক্সের পর একের পর এক থিয়েটারেও দাপট দেখিয়েছে ফুল-দীপকের জুটি।

lapata ladied2

আমির খান এবং কিরণ রাও দ্বারা প্রযোজিত

অসমীয়া পরিচালক জাহ্নু বরুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের নির্বাচন কমিটি ঐক্যমত্যে আমির খান এবং কিরণ রাও দ্বারা প্রযোজিত ‘লাপাটা লেডিস’ কে অ্যাকাডেমি পুরস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে যোগ্যতা অর্জনের জন্য নির্বাচন করে নেয়৷

LP

সুপ্রিম কোর্টেও স্ক্রিনিং

স্পেশাল স্ক্রিনিং হিসেবে কিরণের এই ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি ওয়েব সিরিজটি অস্কারের জন্য মনোনীত হতে পারে আশাবাদী ছিলেন পরিচালকও। সেই স্বপ্নই এবার সত্যি হল৷

আরও পড়ুন-

ভারতে আসছে ‘কোল্ডপ্লে’! উন্মাদনা তুঙ্গে,

মিস ইউনিভার্স ইন্ডিয়ার শিরোপা জিতে নিলেন রিয়া সিংহ

জন্মদিনে খোলামেলা পোশাকে করিনা,

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে পাকিস্তানি ছবি! 

 Entertainment: Laapata Ladies, directed by Kiran Rao, has been nominated for the 2025 Oscars, marking a significant achievement for Indian cinema. The film surpassed 29 contenders, including Animal and Aattam, to secure its place as India’s representative for the Best International Film.