“গত ৪০ বছরে মাথা নোয়াতে হয়নি, ছেলের জন্য আজ নোয়াতে হল”, মুখ খুললেন কুমার শানু

“গত ৪০ বছরে মাথা নোয়াতে হয়নি, ছেলের জন্য আজ নোয়াতে হল”, মুখ খুললেন কুমার শানু

মুম্বই: ছেলে জানকে নিয়ে বিতর্কে মুখ খুললেন গায়ক কুমার শানু। ছেলে বিতর্কে জড়ানোর পর বাবা সবার কাছে ছেলের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এবার ছেলেকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, এতদিন যা করেননি, এবার তাঁকে ছেলের জন্য সেটাই করতে হল। সর্বসমক্ষে ক্ষমা চাইতে হল তাঁকে।

কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন কুমার শানু। তারপর নিউমোনিয়ায় ভুগতে শুরু করেন। সেই সময় তাঁকে শান সাহায্য করেছিলেন। নিজের পরিচিত চিকিৎসকদের সঙ্গে কুমার শানুর অবস্থা নিয়ে কথা বলেছিন। সর্বক্ষণ তাঁর পাশে থেকেছিলেন। করোনা ও নিউমোনিয়া থেকে সেরে উঠে এখন কুমার শানু আমেরিকায় রয়েছেন। সেখানেই জানতে নিয়ে নিজের ক্ষোভের কথা প্রকাশ করেন তিনি। বলেন, জানের সঙ্গে তাঁর ২৭ বছর দেখা সাক্ষাৎ নেই। মায়ের কাছেই বড় হয়েছেন জান। কিন্তু যখন জান বিগ বস প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবেন, তখন কুমার শানুর সঙ্গে আলোচনা করেছিলেন। তখনই কুমার শানু ছেলেকে প্রতিযোগিতায় অংশ নিতে বারণ করেন। কিন্তু তাও জান বিগ বসে অংশ নেন। এরপর মারাঠি ভাষা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন জান। ঘটনার পর সবার কাছে ছেলের হয়ে ক্ষমা চেয়ে নেন কুমার শানু। বলেন, গত ৪০ বছরে তাঁকে কারোর কাছে মাথা নোয়াতে হয়নি। কিন্তু জানের জন্য তাও করতে হয়েছে তাঁকে। যদি জান বিগ বস হাউজে না যেতেন তবে এসব কিছুই হত না। 

বিগ বসের ১৪তম সিজনে অন্যতম প্রতিযোগী জান কুমার শানু। সেখানে এক প্রতিযোগীকে তিনি মরাঠিতে কথা না বলতে বলেন। জানান, মরাঠি ভাষা শুনলে তাঁর বিরক্তি বোধ হয়। বলেন, ‘মরাঠিসে মুঝে চিড় আতি হ্যায় (মরাঠি ভাষা আমার গা জ্বালা করে)।’ মারাঠি ভাষা নিয়ে জান কুমার শানুর এই বিবৃতি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনা চলতে থাকে। এমনকী রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এর ঘোরতর বিরোধিতা করেছে। দলের চলচ্চিত্র বিষয়ক শাখার প্রধান অমেয় খোপকর সোশ্যাল মিডিয়ায় কুমার শানুর ছেলে জান কুমার শানুকে হুমকি দেন। বলেন, মুম্বইয়ে যাতে জান আর থাকতে না পারেন, তার বন্দোবস্ত করছেন তিনি। তারপরই তিনি দম ফেলবেন। জান মারাঠি ভাষাকে অপমান করেছেন। তা মোটেই মেনে নেওয়া যায় না। ২৪ ঘন্টার মধ্যে এ নিয়ে যদি জান ও কালার্স চ্যানেল ক্ষমা না চান তাহলে বিগ বস রিয়ালিটি শো বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

এরপরই ক্ষমা চান জান কুমার শানু। এছাড়া তাঁর মা রিয়া ভট্টাচার্য বলেন, কেউ যেন এটি ব্যক্তিগতভাবে না নেন। জান যখন ওই মন্তব্য করেছিলেন তখন তাঁর সামনে রাহুল বৈদ্য ও নিকি ছিলেন। তাঁরা মারাঠিতে কথা বলছিলেন। তাই জানের বুঝতে অবসুবিধা হচ্ছিল। আর সেই কারণেই জান ওই মন্তব্য করেন। গোটা পরিস্থিতি বিচার করার অনুরোধ করেন তিনি। এও বলেন, তাঁরা বহুদিন ধরে মহারাষ্ট্রে রয়েছেন। কুমার শানু এখান থেকেই বিখ্যাত হয়েছেন। সেখানে জান কুমার শানু কীভাবে মারাঠিদের অপমান করতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিয়া। তিনি এও জানান শোয়ের সঞ্চালক সলমন আগেই সবাইকে বলেছিলেন সবাই যেন হিন্দিতে কথা বলে। কিন্তু এক্ষেত্রে সেই নিয়মের বিরোধিতা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seventeen =