ফের দ্বন্দ্ব বলিউডে, টিম কঙ্গনা বয়কটকে সমর্থন কুবরা সইতের

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে আবারও কঙ্গনা রানাউত স্বজনপোষণের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। 'মণিকর্ণিকা' অভিনেত্রী বলিউডের তাবড় ব্যক্তিত্বদের উদ্দেশ্যে বলেন যে তারা সুশান্তের মতো প্রতিভাবান কাউকে স্বীকৃতি দেয় না। এমনকী তিনি একে 'গ্যাংগিজম' আখ্যা দিয়েছেন এবং আরও অনেক কিছুর জন্য দোষারোপ করেছেন। টুইটারে, টিম কঙ্গনা রানাউত সুশান্তের মৃত্যু, স্বজনপোষণ এবং আরও অনেক কিছুকে ঘিরে অনেক অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে 'সাসপেন্ড টিম কঙ্গনা' নামে একটি ট্রেন্ড টুইটারে শুরু হয়েছে। তাকে সমর্থন করেছেন 'স্যাক্রেড গেমস' অভিনেত্রী কুবরা সইত।

91d410184f617825927d7f6f71cacd15

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে আবারও কঙ্গনা রানাউত স্বজনপোষণের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। 'মণিকর্ণিকা' অভিনেত্রী বলিউডের তাবড় ব্যক্তিত্বদের উদ্দেশ্যে বলেন যে তারা সুশান্তের মতো প্রতিভাবান কাউকে স্বীকৃতি দেয় না। এমনকী তিনি একে 'গ্যাংগিজম' আখ্যা দিয়েছেন এবং আরও অনেক কিছুর জন্য দোষারোপ করেছেন। টুইটারে, টিম কঙ্গনা রানাউত সুশান্তের মৃত্যু, স্বজনপোষণ এবং আরও অনেক কিছুকে ঘিরে অনেক অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে 'সাসপেন্ড টিম কঙ্গনা' নামে একটি ট্রেন্ড টুইটারে শুরু হয়েছে। তাকে সমর্থন করেছেন 'স্যাক্রেড গেমস' অভিনেত্রী কুবরা সইত।

আরও পড়ুন: গ্যাংস্টার বিকাশ দুবের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবি, পরিচালনায় হংসল মেহেতা

কুবরা টুইট করেছেন, “হ্যাঁ আমি এই সাসপেনশনটি সমর্থন করি।” এরপরই কুবরার বিরোধিতা করেছে টিম কঙ্গনা। টিম কঙ্গনা রানাউত একটি ছবি শেয়ার করেছে। যাতে দেখা যাচ্ছে কুবরা সেইত এবং কঙ্গনা রানাউত সেলফি তুলছেন। টুইটারে তারা লিখেছে, কঙ্গনা তাঁর বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যথেষ্ট ইতিবাচক। তাহলে কুবরা এতটা বিরক্ত কেন? কিছুদিন আগে কঙ্গনা টুইটারে জানান, রণবীর কাপুর বলিউডকে একের পর এক ফ্লপ দিয়েছেন। 'বম্বে ভেলভেট', 'জগ্গা জাসুস', 'রয়' মারাত্মক ফ্লপ করেছিল। তারপর 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও 'তামাশা'। তারপরও রাজকুমার হিরানির ছবি পান তিনি। মিডিয়াও তাঁর উপর সদয়। অথচ সুশান্তের 'রবতা' যখন ফ্লপ করে, আর কঙ্গনার 'রঙ্গুন' যখন ফ্লপ করে তখন পরিচালকরা সরাসরি না করে দেন তাঁদের।

 

 

কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনকে নিয়েও বলেন কঙ্গনা। সম্প্রতি বিজেপির এক নেতা বলেন, দীপিকা নাকি জেএনইউতে দু’মিনিটের জন্য যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন। এর পরই ফের পুরনো কথা উসকে তোলেন কঙ্গনা। জেএনইউ ইস্যুর সঙ্গে সুশান্তর মৃত্যু রহস্যেরও যোগ টানেন তিনি। বলেন, দীপিকা পাড়ুকোন পাকিস্তানি এজেন্টদের সঙ্গে জেনএনইউ প্রতিবাদে শামিল হয়েছিলেন। যিনি প্রতিবাদ করছেন তিনিই নাকি আবার বলিউডের দুই জনপ্রিয় তারকাকে বয়কটও করেছেন। এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর অন্যজন এখনও এই পরিস্থিতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে। প্রথমটি অবশ্যই সুশান্ত সিং রাজপুত। আর দ্বিতীয়জন যে কঙ্গনা নিজে তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *