বাবা-মা, আমি ও রানে করোনা আক্রান্ত হয়েছি: কোয়েল মল্লিক

বাবা-মা, আমি ও রানে করোনা আক্রান্ত হয়েছি: কোয়েল মল্লিক

কলকাতা: করোনার থাবা এবার টলিপাড়াতেও। প্রাণঘাতী ভাইরাস করোনা থাবা বসিয়েছে টলিউডের বিখ্যাত মল্লিক পরিবারের। আক্রান্ত হয়েছেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক ও তাঁর মা৷ টুইটে এমনই জানিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল৷

সূত্রের খবর, প্রায় দু'সপ্তাহ ধরে রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক এবং কোয়েল মল্লিক সহ পরিবারের বেশিরভাগ সদস্য অসুস্থ। তাঁরা কয়েকদিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন। এরপর শ্বাসকষ্ট শুরু হয়। দেরি না করে তখনই চিকিৎসকের পরামর্শ নেন পরিবারের সদস্যরা। চিকিৎসকরা দেখেন পরিবারের বেশিরভাগ শরীরে করোনার উপসর্গ রয়েছে। এরপরে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক সহ গোটা পরিবারের বাকি সদস্যদের লালারাস পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার দুপুরে তার রিপোর্ট এসেছে। রিপোর্ট পজিটিভ। অর্থাৎ  গোটা মল্লিক পরিবারই করোনা আক্রান্ত। রিপোর্ট আসার পরই পরিবারের সমস্ত সদস্যের চিকিৎসা শুরু হয়। শোনা গিয়েছে আইসোলেশনে রয়েছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক।

এপ্রিলের প্রথম সপ্তাহে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তারপর থেকে ছেলেকে নিয়ে তিনি বাপের বাড়িতেই রয়েছেন। করোনা আবহে অভিনেত্রী নিজে বা মল্লিক পরিবারের কোনো সদস্য বাইরে বেরোতেন বলে শোনা যায়নি। তাহলে কীভাবে তাঁদের শরীরে করোনা বাসা বাঁধলো তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কোয়েলের ছেলে ও স্বামী নিসপাল সিং কেমন আছেন তা অবশ্য এখনও কিছু জাননি কোয়েল৷ টুইটে শুধু লিখেছেন, বাবা-মা, রানে (নিসপাল সিং রানে) এবং আমি করোনা আক্রান্ত হয়েছি৷