বাস্তবে কেমন ‘কে আপন কে পর’-এর কোয়েল? জানুন তাঁর ব্যক্তিগত জীবনের গল্প

কলকাতা: 'কে আপন কে পর' ধারাবাহিকের কথা বললে প্রথমে যে নামটি প্রথমে মনে আসে তা হল জবায আর তারপরই আসে কোয়েলের নাম। 'কে আপন কে পর' ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র হল এই কোয়েল। বাস্তবে যার নাম সিমরন উপাধ্যায়। আজ সিমরন সম্পর্কে রইল না জানা কিছু কথা।
 

6e8b426eac21fc27dff527761fc12e8a

কলকাতা: 'কে আপন কে পর' ধারাবাহিকের কথা বললে প্রথমে যে নামটি প্রথমে মনে আসে তা হল জবায আর তারপরই আসে কোয়েলের নাম। 'কে আপন কে পর' ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র হল এই কোয়েল। বাস্তবে যার নাম সিমরন উপাধ্যায়। আজ সিমরন সম্পর্কে রইল না জানা কিছু কথা।

ভবানীপুর এডুকেশন সোসাইটি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর তৃতীয় বর্ষের ছাত্রী সিমরন। স্পোর্টস তাঁর অত্যন্ত পছন্দের বিষয়। এক সময় তিনি নিজে লন টেনিস খেলতেন। প্রিয় খেলোয়াড় রজার ফেডেরার। পড়াশোনার পাশাপাশি নাচ করেন সিমরন। বহু বছর ধরে তিনি ভারতনাট্যম শিখেছেন। এছাড়া গণেশ আচারিয়া ডান্স অ্যাকাডেমি থেকেও নাচ শিখেছেন তিনি। ২০০৯-১০ সালে 'ডান্স বাংলা ডান্স' এর প্রতিযোগী ছিলেন সিমরন। কলেজ বা অন্যান্য যে কোনও অনুষ্ঠানে সিমরন এখনও পারফর্ম করতে চান বলে শোনা যায়। 'ডান্স বাংলা ডান্স' এর পর থেকেই সিমরনের কেরিয়ারের উত্তরণ শুরু। এরপর আসতে থাকে একের পর এক সিরিয়ালের অভিনয় করার প্রস্তাব। তবে সিমরান কিন্তু কোনদিনও অভিনয় করতে চাননি। তাঁর পছন্দের বিষয় স্পোর্টস। সবসময়ই তিনি চেয়েছিলেন স্পোর্টস জার্নালিস্ট হতে। কিন্তু হয়ে গেলেন অভিনেত্রী। এখন অবশ্য অভিনয় তিনি ভালবেসে ফেলেছেন। মন দিয়ে এটাই করে যেতে চান।

অভিনয় জগতে সিরিয়ালের তালিকা তাঁর বেশ লম্বা। 'রাগে অনুরাগে', 'বেদিনি মলুয়ার কথা', 'কেয়ার করি না', 'ঠিক যেন লাভ স্টোরি', 'বামাক্ষ্যাপা', 'দুগ্গা দুগ্গা', 'লবঙ্গ', 'রাঙিয়ে দিয়ে যাও', 'কি করে তোকে বলবো', 'কে আপন কে পর' প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন সিমরন। এছাড়া 'সুটকেস', 'ক্লাসরুম', 'রাজা রানি রাজি' সিনেমায় তিনি অভিনয় করেছেন। 'কেয়ার করি না' সিরিয়ালের জন্য তিনি স্টার পরিবার জুরি অ্যাওয়ার্ড পান। তবে এখনও পর্যন্ত সিমরনের রোম্যান্সের উড়ান শুরু হয়নি। পর্দায় ৭ জন প্রেমিকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হলও বাস্তবে এখনও কিন্তু সিঙ্গেল তিনি। মনের মানুষ এখনও তিনি পাননি। বরং এখনও রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গেলে রীতিমতো চাপে পড়ে যান সিমরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *