Aajbikel

সলমন দিয়েই শুরু, সলমনেই শেষ! শেষবার শোনা যাবে কেকের গান

 | 
কেকে

মুম্বই: বলিউড তো বটেই গোটা দেশের সংগীত জগতে অন্যতম অভিশপ্ত সপ্তাহ হল চলতি সপ্তাহ। কারণ এই সপ্তাহেই দেশ হারিয়েছে এমন একজন মানুষকে, যাকে ছাড়া, সর্বোপরি তাঁর গান ছাড়া বলিউডের একাধিক সিনেমা কার্যত অসম্পূর্ণ। চলতি সপ্তাহেই মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চের লাইভ অনুষ্ঠানের পরেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার এবং দেশের কোটি কোটি ভক্ত-অনুরাগীর প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের। তিনি যে নেই একথা এখনও মানতেই পারছেন না অনেকে। আবার অনেকের মতে, তিনি না থাকলেও তাঁর গান থেকে যাবে চিরকাল। গানের মাধ্যমেই কোটি কোটি মানুষের মনে আদি অনন্তকাল ধরে বিরাজ করবেন কেকে। শিল্পীদের কখনো মৃত্যু হয় না। তবে পুরনো গান থেকে গেলেও কেকের গলায় আর শোনা যাবে না নতুন কোন গান। আর এই সত্যিটাকেই মানতে পারছেন না তাঁর অনুরাগীরা। এমতাবস্থায় জানা গেল এই গায়কের শেষ গান রয়েছে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত নতুন ছবি টাইগার থ্রিতে। বলিউডের এই সিনেমাতেই শেষ কাজ করেছেন কেকে। আর এই খবর সামনে আসতেই গায়কের শেষ গান মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা। ছবিটি মুক্তির কথা ২০২৩ সালের ঈদে। প্রেমের গায়ক হিসেবে পরিচিত কেকে এই ছবিতেও সালমান এবং ক্যাটরিনার জন্য গেয়েছেন রোমান্টিক একটি গান।

উল্লেখ্য, সলমন খানের লিপেই বলিউড সিনেমায় বড় ব্রেক পেয়েছিলেন কেকে। তাঁর প্রথম জনপ্রিয় গান হল 'হাম দিল দে চুকে সনম' সিনেমার 'তড়প তড়প'। কাকতালীয়ভাবে এই গানটিও প্রকাশ পেয়েছিল সলমনের লিপে। আর বলিউডের এই গানটি যে ঠিক কতটা জনপ্রিয়তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নব্বইয়ের দশক তো বটেই কেকের গোটা সঙ্গীত জীবনের অন্যতম জনপ্রিয় গান হল এই 'তড়প তড়প'। এরপর 'তেরে নাম' 'রেডি'র 'হামকো পেয়ার হুয়া', 'এক থা টাইগার', 'বাজরাঙ্গি ভাইজান', 'টিউবলাইট'-এর মত সলমনের একাধিক ছবিতে শোনা গিয়েছে কেকের গান। জীবনের অন্যতম জনপ্রিয় গানগুলির কাজই তিনি করেছেন বলিউডের ভাইজানের সঙ্গে। এমনকি জীবনের শেষ রেকর্ডিংও তিনি করলেন এই সলমন খানের সিনেমার জন্যেই। যার সঙ্গে কাজ করে বলিউডে পদার্পণ তার সঙ্গেই শেষ কাজ করে বলিউড থেকে বিদায় নিলেন কেকে।

Around The Web

Trending News

You May like