মু্ম্বই: ‘তোমায় খুব মনে পড়ে বাবা, তোমায় ছাড়া সবটা বড় অন্ধকার..’৷ রবিবার বিশ্বজুড়ে যখন পালিত হচ্ছে পিতৃদিবস, তখন বড্ড মন খারাপ সদ্য পিতৃহারা কন্যার৷ বাবার উদ্দেশে খোলা চিঠিতে আবেগে ভাসলেন প্রয়াত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-কন্যা তামারা৷ ডুব দিলেন বাবাকে জড়িয়ে থাকা সুখস্মৃতির সাগরে৷ আরও একবার মনে পড়ে গেল বাবাকে জড়িয়ে ধরা, খুনসুটি, আড্ডা, গান, চুপি চুপি রান্না ঘরে ঢুকে খাওয়া আর বাবার কোলে ঘুমিয়ে পড়ার সেই সকল দিনগুলোর কথা৷
আরও পড়ুন- মা হতে চেয়েছিলাম, ভালোবাসার মানুষই পেলাম না, সন্তান পাওয়াও হল না, আক্ষেপ রেখার
পিতৃদিবসে বাবার সঙ্গে দুই ভাই-বোনের ছেলেবেলার অনাবিল ছবি ভাগ করে নিয়েছেন তামারা৷ সেই সকল ছবিতে সোশ্যাল মিডিয়া যেন কেকে-ময়৷ ভাইকে সঙ্গে নিয়ে কখনও বাবার কাঁধে চাপা, কখনও বাবার সঙ্গে কোলে বসে কীবোর্ড বাজাচ্ছেন। পিতৃদিবসে বাবার দেখানো পথে মা আর ভাইয়ের সঙ্গে এগিয়ে চলার শপথ তাঁর। এই ছবিগুলি শেয়ার করে তামারা লিখেছেন, ”এক মুহূর্তের জন্য তোমাকে বাবা হিসাবে ফিরে পেতে, ১০০ বার তোমাকে হারানোর বেদনা সহ্য করতে রাজি। তোমাকে ছাড়া জীবন একেবারে অন্ধকারময়। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বাবা৷ তুমি বাড়ি ফিরে এসেই আমাদের জড়িয়ে ধরে আদর করতে। তোমার সঙ্গে সেই হাসি মিস করছি৷ তোমার সঙ্গে রান্নাঘরে ঢুকে গোপনে স্ন্যাক্স খাওয়াও মিস করছি, একসঙ্গে মজা করা, রান্নাঘরে গিয়ে তোমার জলখাবার বানানো খুব মিস করছি। আমি যখন কোনও মিউজিক বানিয়ে তোমায় দেখাতাম, তুমি ছোট্ট ছোট্ট ভুল শুধরে দিতে৷ এর অভাব বড্ড বেশি করে বোধ করছি। মিস করছি তোমার হাতের সেই স্পর্শ।”
তামারা আরও লিখেছেন, ”তুমি ছিলে আমাদের নিরাপদ ভালোবাসার আশ্রয়৷ যার জন্য আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। তুমি নেই, এটা যেন মেনে নিতে পারি না৷ তোমার নিঃশর্ত ভালোবাসা আমাদের এগিয়ে চলার শক্তি দিয়েছে।’’ তামারার কথায়, ”আমি, নকুল আর মা তোমায় নিয়ে গর্ব অনুভব করি। আমাদের মানসিক ভাবে শক্ত হতে হবে আর একে এপরের খেয়াল রাখতে হবে৷ ঠিক যেমনটা তুমি রাখতে৷’’
গত ৩১ মে কলকাতায় নজরুলমঞ্চে ছিল কেকে-র শেষ অনুষ্ঠান৷ এর পরেই তিনি অসুস্থ হতে পড়েন৷ হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়৷ এভাবে হঠাৎ করে কেকে-র তারার দেশে পাড়ি দেওয়া মেনে নিতে পারছেন না তাঁর পরিবার৷ পিতৃদিবসে তাই বাবাকেই খুঁড়ে বেরালেন তামারা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>