কিরণের ক্যানসার, করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী! প্রচন্ড উদ্বেগ ভক্তদের

কিরণের ক্যানসার, করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী! প্রচন্ড উদ্বেগ ভক্তদের

মুম্বই: মারণ রোগ ধরা পড়ল ভারতীয় জনতা পার্টির সাংসদ তথা অভিনেত্রী কিরণ খেরের। অনুপম খের পত্নী ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনুপম নিজেই এই খবর জানিয়েছেন। 

জানা গেছে গত বছর নভেম্বরে প্রথম তারা জানতে পারেন যে কিরণ ব্লাড ক্যানসারে আক্রান্ত। যদিও গত চার মাস ধরে চিকিৎসার জন্য এখন কিছুটা ভাল আছেন তিনি। গত নভেম্বর মাসে কিরণ খেরের হাত ভেঙে যায়। তার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে যে তিনি মাল্টিপেল মেলোমায় আক্রান্ত। এটি এক ধরনের ব্লাড ক্যানসার। তখন থেকেই মুম্বইয়ে চিকিৎসা শুরু হয় অভিনেত্রী-সাংসদের। এই নিয়ে ইতিমধ্যেই টুইট করে সকলকে অবগত করেছেন অভিনেতা অনুপম খের। 

 

এদিকে আবার জানা গিয়েছে, বলিউড তথা টলিউডের বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ী করোনা ভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, তিনি এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রের খবর, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলেন তিনি কিন্তু তার পরেও এই ভাইরাস আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। সেই প্রেক্ষিতে তার সংস্পর্শে বিগত কয়েক দিনে যারা ছিলেন প্রত্যেকেই এখন সতর্ক করেছেন। তাদের সকলকে ভাইরাস পরীক্ষা করার জন্য অনুরোধ জানানো হয়েছে বাপ্পি লাহিড়ীর পরিবারের তরফ থেকে। ‌ সম্প্রতি করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার জন্য নিজের নাম রেজিস্টার করেছিলেন বাপ্পি। তবে সেই ভ্যাকসিন নেওয়ার পর তিনি ভাইরাস আক্রান্ত হয়েছেন কিনা সেই ব্যাপার এখনো স্পষ্ট নয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 2 =