২০২৩-এ দেশে ‘Most Googled’ তালিকার শীর্ষে এই লাস্যময়ী! তালিকায় আর কারা?

২০২৩-এ দেশে ‘Most Googled’ তালিকার শীর্ষে এই লাস্যময়ী! তালিকায় আর কারা?

কলকাতা: দেখতে দেখতে ফুরিয়ে এল আরও একটি বছর। নতুন বছরের অপেক্ষায় প্রহর গুণছে বিশ্ব। কিন্তু জানেন কি ভারতে বছরভর কাকে নিয়ে ছিল সবচেয়ে বেশি উন্মাদনা? কে ছিলেন কৌতুহলের কেন্দ্রে? দেশের ‘Most Googled’ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কোন ভারতীয়? ২০২৩-এর শেষ লগ্নে এসে এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া অনেকেই৷

চলতি বছরে কার বিষয়ে জানতে গুগলে সবচেয় বেশি ঢুঁ দিয়েছে দেশবাসী? সেই প্রশ্নের উত্তরই এবার খোলসা করল বহুজাতিক এই সংস্থা। জানা গেল, দেশে ‘Most Googled’ তালিকার শীর্ষে রয়েছেন বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী। তাঁর স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। বলে রাখি, চলতি বছর ফেব্রুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধেন এই সিলিব্রিটি যুগল। এক বিবৃতিতে গুগলের তরফে জানানো হয়েছে, ‘ভারতে ট্রেন্ডিং ব্যক্তিত্বের তালিকায় সবার আগে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এমনকী বিশ্বজুড়ে ট্রেন্ড করা অভিনেতাদের তালিকাতেও  জায়গা করে নিয়েছেন তিনি।’

সিদ্ধার্থ কিয়ারা

দেশে ‘Most Googled People’ এর তালিকায় উঠে এসেছে আরও অনেক নাম৷ বলিউডের পাশাপাশি কৌতুহলের কেন্দ্রে থেকেছে ক্রিকেট মহলও৷ কিয়ারার পরেই ভারতে সবথেকে বেশি গুগল করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার শুভমন গিলকে নিয়ে। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। এই তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন- বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া মহম্মদ শামি, দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল, ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব৷ গুগল করা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেড-কে নিয়েও। এবার দেখে নেওয়া যাক এক থেকে দশে কারা কারা রয়েছেন-
 

১. কিয়ারা আডবাণী
২. শুভমন গিল
৩. রাচিন রবীন্দ্র
৪. মহম্মদ শামি
৫. এলভিস যাদব
৬. সিদ্ধার্থ মালহোত্রা
৭. গ্লেন ম্যাক্সওয়েল
৮. ডেভিড বেকহ্যাম
৯. সূর্যকুমার যাদব
১০. ট্রাভিস হেড   

এবার আসা যাক ২০২৩-এর ‘Most Googled Movies’-এর কথায়৷ ছবি নিয়ে আমাদের দেশে উন্মাদনা বরাবরের৷ ভালো ছবি মানেই হাউজফুল৷ ছবি নিয়ে চর্চাও থাকে তুঙ্গে৷ সেই ছবির খুটিনাটি জানতে শুরু হয়ে যায় গুগল সার্চ৷ জানা গেল, চলচি বছর ছবির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুগল করা হয়েছে ‘জওয়ান’-কে নিয়ে৷ শুধু ‘জওয়ান’ই নয়, এই তালিকায় জায়গা করে নিয়েছে বলিউড বাদশা  শাহরুখ খানের একাধিক ছবি। 

গুগল জানিয়েছে, ‘সিনেমার ক্ষেত্রে Barbenheimer phenomenon গোটা বিশ্বের নজর কেড়েছে৷ তবে পিছিয়ে নেই ভারতীয় ছবিও৷ স্থানীয় স্তরের ছবির মধ্যে টপ ট্রেন্ডিং তালিকায় শীর্ষস্থান দখল করেছে কিং খানের ‘জওয়ান’৷ #3 বিশ্বজুড়ে টপ ট্রেন্ডিং ছবির তালিকাতেও নিজের জায়গা করে নিয়েছে এই অ্যাকশন মুভি। স্থানীয় স্তরে ও বিশ্বজুড়ে টপ ট্রেন্ডিং তালিকায় রয়েছে গদর ২ ও পাঠানের মতো সিনেমাও।’
 

২০২৩-এর সেরা ১০ ‘Googled’ ছবির হল-
 

১. জওয়ান
২. গদর ২
৩. ওপেনহেইমার
৪. আদিপুরুষ
৫. পাঠান
৬. দ্য কেরল স্টোরি
৭. জেলর
৮. লিও
৯. টাইগার-৩
১০. ভারিসু

  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *