নীল জলরাশিকে সাক্ষী রেখে হলুদ বিকিনিতে নেট পাড়ায় আগুন ঝরালেন কিয়ারা

নীল জলরাশিকে সাক্ষী রেখে হলুদ বিকিনিতে নেট পাড়ায় আগুন ঝরালেন কিয়ারা

মুম্বই: কিয়ারা আডবানী মানেই সেনসেশন! তাঁর হট লুক আগুন ঝরায় নেট পাড়ায়৷ সম্প্রতি নিজের আরও একটি বিকিনি পরা ছবি শেয়ার করে ঝড় তুললেন অভিনেত্রী৷ সেই সঙ্গে তিনি এও জানালেন বিকিনি পরা শরীর মিস করছেন তিনি৷   

আরও পড়ুন- গুলশন কুমার হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজা বহাল হাইকোর্টে

কিয়ারার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, নীল জলরাশির মাঝে উজ্জ্বল হলুদ বিকিনি পরে দাঁড়িয়ে রয়েছেন বলি ডিভা৷ গায়ে সাদা শ্রাগ আর মাথায় গরমের টুপি৷ যেন সূর্যের আলো ঠিকরে বেরচ্ছে তাঁর চারপাশ থেকে৷ নীল জলরাশির বুকে শরীর ভাসানোর ঠিক আগে লেন্স বন্দি হয়েছিলেন কিয়ারা৷ এই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নেট পাড়ার উষ্ণতাও৷ 

আরও পড়ুন- সরোজ খানের বায়োপিক তৈরির ঘোষণা টি-সিরিজ

এই ছবিটি সম্ভবত মালদ্বীপের৷ গত বছর সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা৷ যদিও পোস্টের সঙ্গে জায়গার নাম উল্লেখ করেননি কিয়ারা৷ শুধু লিখেছেন, ‘প্রিয় বিকিনি ফিগার, প্লিজ ফিরে এসো’৷ সঙ্গে ছিল হলুদ রং-এর হার্ট সাইন ইমোজি৷ বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, চর্চিত বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কিয়ারা৷ এখানেই শেষ নয়, কিছু দিন আগের জলের তলায় সাঁতার কাটার ছবি পোস্ট করেও ঝড় তুলেছিলেন অভিনেত্রী৷ সেই ছবিও ভাইরাল হয়ে যায়৷ 

কিয়ারা আডবাণীর হাতে এখন অনেকগুলি কাজ রয়েছে। কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রাকে একসঙ্গে দেখা যাবে শেরশাহ ছবিতে। এই ছবিটি কারগিল নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে নির্মিত। ছবিতে সিদ্ধার্থের প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন কিয়ারা। এর পর কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘জুগ জুগ জিয়ো’ ছবিতে  দেখা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seven =