প্রথম দিনেই রেকর্ড, ১৩৫ কোটির ব্যবসা করে বলিউডকে পিছনে ফেলল KGF চ্যাপ্টার ২

প্রথম দিনেই রেকর্ড, ১৩৫ কোটির ব্যবসা করে বলিউডকে পিছনে ফেলল KGF চ্যাপ্টার ২

মুম্বই: দক্ষিণী ছবির ঝড় বেসামাল বলিউড৷ আরআরআর (RRR)-এর পর এবার ‘KGF চ্যাপ্টার ২’৷ প্রথম দিনেই ১০০ কোটির এলিট ক্লাবে ঢুকে পড়ল এই দক্ষিণী ছবি৷ বক্স অফিসে ১৩৪.৯৫ কোটির ব্যবসা করল ‘KGF চ্যাপ্টার ২’৷ ‘আরআরআর’ বা ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’-এর রেকর্ড ভাঙতে না পারলেও এই ছবির পারফরম্যান্স কিন্তু দুর্ধর্ষ৷ 

আরও পড়ুন- বিয়ে শেষে জমাটি পার্টি, ‘ছাঁইয়া ছাঁইয়া’র তালে তুমুল নাচ ‘রালিয়া’র

প্রশান্ত নীল পরিচালিত কন্নড় ছবি ‘KGF চ্যাপ্টার ২’ মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে৷ এই ছবির হিন্দি ভার্সনের বাজারও বেশ গরম৷ প্রথম দিনের কালেকশন শুনে অনেকেই হতবাক৷ ‘KGF চ্যাপ্টার ২’-র হিন্দি ভার্সনের প্রথম দিনেন কালেকশন ৫৩.২০ কোটি টাকা৷ 

এই ছবিকে কেন্দ্র করে দর্শকদের মনে উন্মাদনার অভাব নেই৷ মুম্বই এবং পুণে-তে এই দক্ষিণী ছবির ফার্স্ট শো হবে ভোর ৬টায়৷ মুম্বইয়ে কেএফজি’র একটি টিকিটের দাম উঠছে ১৪৫০ থেকে ১৫০০ টাকা। মুম্বইকে টেক্কা দিচ্ছে দিল্লি৷ রাজধানীতে ‘কেজিএফ চ্যাপ্টার ২-র টিকিট বিকোচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়।

‘কেজিএফ: চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে৷ সেই ছবিরই সিকুয়েল চ্যাপ্টার ২। প্রথম ছবিটি বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল৷ সই রেকর্ড ভাঙতে বেশি সময় নেবে না ‘কেজিএফ: চ্যাপ্টার ২’৷ ট্রেন্ড সে কথাই বলছে৷ 

এই ছবির গল্প কী?
এই ছবিতে আরও একবার উঠে এসেছে মাফিয়া রকির গল্প৷ ছবিতে অভিনয় করেছে দক্ষিণী তারকা যশ৷ এ ছাড়াও এই ছবিতে দেখা যাবে  সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনীধি শেট্টির মতো অভিনেতা-অভিনেত্রীদের। ছবির শেষে ইঙ্গিত, খুব শীঘ্রই রুপোলি পর্দায় আসছে কেজিএফ ২-এর তৃতীয় পর্ব৷ 

করোনা পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খেয়েছে সিনেমা শিল্প৷ সেই মন্দার বাজার যেন কাটছে দক্ষিণী ছবির হাত ধরে। বলিউডকে ছপিয়ে যেন ভারতীয় চলচ্চিত্রের ফুসফুস হয়ে উঠেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি৷