Kesari 2 Movie Review: মুক্তি পেল কেশরী চ্যাপ্টার ২, দর্শকদের মন জিততে পারলেন অক্ষয়?

Kesari 2 Movie Review দীর্ঘ প্রতীক্ষার পর আজ দেশ জুড়ে প্রায় ৪০০০- রও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিং ত্যাগী পরিচালিত কেশরী চ্যাপ্টার 2। টাইমস এন্টারটেইনমেন্টের…

Kesari 2 Movie Review

Kesari 2 Movie Review

দীর্ঘ প্রতীক্ষার পর আজ দেশ জুড়ে প্রায় ৪০০০- রও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিং ত্যাগী পরিচালিত কেশরী চ্যাপ্টার 2। টাইমস এন্টারটেইনমেন্টের প্রতিবেদন অনুযায়ী, কেশরী চ্যাপ্টার 2-এর প্রথম দিনের শোয়ের টিকিটের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। কেশরী 2-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গিয়েছে প্রায় ৩ কোটি টাকার গণ্ডি।

Kesari 2 Movie Review: kesari chapter box office collection

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের গতকালের তথ্য অনুযায়ী , দেশজুড়ে ৪০০০-এরও বেশি প্রেক্ষাগৃহ থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে কেশরী চ্যাপ্টার ২-এর প্রথম দিনের শোয়ের ৫০ হাজারেরও বেশি টিকিট। টিকিট বিক্রি ও ব্লক সিট থেকে আয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত কেশরী চ্যাপ্টার 2-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন প্রায় ৩ কোটি টাকা। কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদসহ দেশের বিভিন্ন প্রান্তের সিনেমাহলগুলির সামনে আজ সকাল থেকেই ছিল অক্ষয় ভক্তদের লম্বা লাইন। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কী প্রতিক্রিয়া দিলেন দর্শকরা?

Kesari 2 Movie Review: কেশরী চ্যাপ্টার 2 দেখে দর্শকদের কী প্রতিক্রিয়া?

এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, “ছবির এক একটা মুহূর্ত মনে করলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে। অক্ষয় কুমারের জীবনের অন্যতম মাইলস্টোন হয়ে থাকবে এই ছবি। কেশরী চ্যাপ্টার ২-এর প্রথম শট থেকে একেবারে শেষ শট পর্যন্ত প্রতিটা মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে সিনে প্রেমীদের মনে।”

অপর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মত, “ইতিহাস না জানলে ভবিষ্যৎকে বোঝা যায় না। ভারতের স্বাধীনতা আন্দোলনে এমন বহু মানুষের অবদান রয়েছে যাদের নাম পর্যন্ত জানিনা আমরা। আগামী প্রজন্মের জন্য কেশরী চ্যাপ্টার ২-এর মতো ছবি দৃষ্টান্ত হয়ে থাকবে। দর্শক হিসাবে আন্তরিক ধন্যবাদ গোটা টিমকে।”

আরেক নেট ব্যবহারকারী নিজের মতামত দিতে গিয়ে লিখেছেন, “কেশরি চ্যাপ্টার 2 আমার মনে গভীর প্রভাব ফেলেছে ৷ ভিতর থেকে নাড়িয়ে দেয় ছবির কাহিনী বলার ধরন ৷ ইতিহাসের মর্মান্তিক ঘটনা এইভাবে বড়পর্দায় দেখে মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে ৷”

শুধু আম দর্শক নয়, কেশরী চ্যাপ্টার ২ নিয়ে সেলিব্রিটিদের মধ্যেও উৎসাহ ছিল তুঙ্গে। অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সুনীল শেট্টি লেখেন, ” আক্কি এবং কেশরী ২-এর পুরো টিমকে এই মহাকাব্যিক অধ্যায়ের জন্য শুভকামনা।”

Kesari 2 Movie Review: কেশরী চ্যাপ্টার ২ নিয়ে আশার আলো দেখছেন সিনে বিশেষজ্ঞরা

রঘু পালট-পুষ্প পালটের লেখা ‘এ কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ বইয়ের উপর ভিত্তি করে নির্মিত কেশরী চ্যাপ্টার 2 নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ফুটছিলেন অক্ষয় ভক্তরা। গত কয়েক বছরে বক্স অফিসে আশা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের একের পর এক ছবি। সিনে সমালোচকদের মতে, যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে নিশ্চিত ভাবে বলা যায় উইকেন্ডে ৪-৫ কোটি টাকার ব্যবসা করে ফেলবে কেশরী চ্যাপ্টার 2। তবে শেষ পর্যন্ত এই ছবির বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

আরও পড়ুন-

শুক্রের সন্ধ্যায় ছাদনাতলায় ৬০-এর দিলীপ! পাত্রীর পরিচয় জানেন?

Infosys q4 results: কেমন হল Infosys-র চতুর্থ ত্রৈমাসিকের ফল?

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?

Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar