মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?

Kesari 2 advance booking মুম্বই:  বিগত বেশকিছু বছর ধরে সময়টা একদম ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। আশা জাগিয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘খিলাড়ি’ কুমারের…

Kesari 2 advance booking

Kesari 2 advance booking

মুম্বই:  বিগত বেশকিছু বছর ধরে সময়টা একদম ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। আশা জাগিয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘খিলাড়ি’ কুমারের একের পর এক ছবি। এই আবহেই আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২।’ গত কয়েক মাস ধরেই কেশরী ২ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে অক্ষয় ভক্তদের মধ্যে। তবে মুক্তির আগেই বক্স অফিস কালেকশনে ঝড় তুলে নয়া রেকর্ড তৈরি করল কেশরী ২।

কেশরী চ্যাপ্টার ২ বক্স অফিস কালেকশন : Kesari 2 advance booking

জালিওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত কেশরী ২-তে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন অনন্যা পান্ডে, আর মাধবন, স্টিভেন হার্টলির মতো অভিনেতারা। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, দেশজুড়ে ৩৬৮৪টি প্রেক্ষাগৃহ থেকে এখনও পর্যন্ত বিক্রি হয়েছে কেশরী চ্যাপ্টার ২-এর ৩০০১৪টি টিকিট। অগ্রিম টিকিট বাবদ এখনও পর্যন্ত কেশরী ২-এর বক্স অফিস কালেকশন ছাড়িয়েছে ৯৮.৯৮ লক্ষ টাকা। ব্লক সিট আয়ের প্রেক্ষিতে কেশরী ২-এর আয় ছাড়িয়ে গিয়েছে ২.০৬ কোটি টাকার গণ্ডি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য বলছে, প্রথম দিনের অ্যাডভ্যান্স বুকিংয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরই রয়েছে দিল্লি, গুজরাট এবং পশ্চিমবঙ্গ।

দিল্লিতে কেশরী ২-এর বিশেষ প্রদর্শনী : Kesari 2 advance booking

সম্প্রতি কেশরী চ্যাপ্টার ২ ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় দিল্লিতে। কেশরী চ্যাপ্টার ২-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিল মিশ্র, হরদীপ সিং পুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Kesari 2 : box office

দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী কপিল মিশ্র প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন জানান, “অত্যন্ত দক্ষতার সাথে নির্মাণ করা হয়েছে এই ছবিটি। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশেষ দিক তুলে ধরেছে কেশরী চ্যাপ্টার ২। স্বাধীনতা সংগ্রামের অব্যক্ত সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ জানাতে চাই নির্মাতাদের।”

Kesari 2 : Akshay Kumar’s film

অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রশংসার সুরে বলেন, “অসাধারণ সিনেমা। দেশের জন্য মৃত্যুবরণ করার সৌভাগ্য আমাদের হয়নি, তবে দেশের জন্য বাঁচব আমরা। এমন বহু মানুষ দেশের স্বাধীনতা আন্দোলনে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন যাদের নাম পর্যন্ত আমরা জানিনা।”

 

Kesari 2 advance booking . Kesari 2 advance booking: Akshay Kumar’s film will release on April 18.

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?

Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar

চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ

WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেনJEE Main result: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবে