Aajbikel

দেশের বাইরে ২০০টি পর্দায় মুক্তি পেল 'দ্য কেরালা স্টোরি', গর্বিত বাঙালি পরিচালক

 | 
কেরালা স্টোরি

মুম্বই: তথ্য বিকৃত করার অভিযোগ থেকে শুরু করে উস্কানি ছড়ানোর অভিযোগও উঠেছে এই ছবির বিরুদ্ধে। দেশের মধ্যে দুই রাজ্যে এই সিনেমা দেখানো বন্ধ করা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু হাজারো বিতর্ক সঙ্গে নিয়েই বক্স অফিসে লাভ করে চলছে 'দ্য কেরালা স্টোরি'। আর এই মুহূর্তে আরও বড় নজির গড়ল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই সিনেমা। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় দু’শোটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’। 

৫ মে মুক্তি পাওয়ার পর এই ছবি নিয়ে বিরাট তর্ক শুরু হয়েছে যা এখনও চলছে। দেশের বিরোধী দলগুলি এটিকে বিজেপির 'প্রোপাগান্ডা' সিনেমা বলেই তোপ দেগেছে। পরিস্থিতি এমন হয়েছে যে আদালত পর্যন্ত গিয়েছে এই ছবির বিষয়। কিন্তু তাতে ভারতের বক্স অফিসে কোনও প্রভাব পড়েনি। মুক্তির পর আজ পর্যন্ত এই ছবি দেশে ৮০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এবার আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় তারা বাজিমাত করবেন বলে আশায় ছবির পরিচালক, প্রযোজক থেকে শুরু করে কলাকুশলীরা। 

বিজেপি শাসিত রাজ্যগুলি 'দ্য কেরালা স্টোরি'কে করমুক্ত করলেও পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু একে নিষিদ্ধ করেছে। তাতে আরও বেড়েছে বিতর্ক। রাজ্য দুটির প্রশাসন জানিয়েছে, অশান্তি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেন যে, উস্কানি ছড়াতে এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করতেই এই ছবি বানানো। 

Around The Web

Trending News

You May like