গাঁটছড়া বাঁধলেন ভি-ক্যাট! যাওয়া হবে না মধুচন্দ্রিমায়!

গাঁটছড়া বাঁধলেন ভি-ক্যাট! যাওয়া হবে না মধুচন্দ্রিমায়!

নয়াদিল্লি: সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভি-ক্যাটের শুভ পরিণয় সুসম্পন্ন হল। রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা দুর্গে সিক্স সেন্সেস রিসর্টে চার হাত এক হল৷ বুধবারই জাঁকজমক ভাবে মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। সেলিব্রিটি মেহেন্দি শিল্পী বীণা নাগড়া ক্যাটরিনার হাতে মেহেন্দির রঙে রাঙিয়ে দিয়েছেন।

শোনা যাচ্ছে নাকি ভিকির নামে লক্ষ টাকার মেহেন্দি পড়েছেন নায়িকা। আরো জানা যাচ্ছে, ভি-ক্যাটের বিয়েতে আত্মীয়-পরিজন মিলিয়ে মোট ১২০ জন উপস্থিত ছিলেন। বিশেষ কোডের মাধ্যমেই অথিতিরা বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে পড়েছেন বলে জানা গেছে। এখনই মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা করেননি এই জুটি। তাদের মধুচন্দ্রিমায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ক্যাটরিনার কাজের চাপ, সূত্রের তরফ থেকে এমনটাই জানা গেছে।

টাইগার ফ্রাঞ্চাইজির নতুন ছবির শ্যুটিং এখন অনেকটাই বাকি ক্যাটরিনার। তাছাড়া ভিকিরও এখন প্রচুর ছবির শুটিং বাকি। তাই মধুচন্দ্রিমা এখনকার মতো পোস্টপন্ড। বিয়েতে আমন্ত্রিতদের জন্য নানা ধরণের আইটেমের ব্যবস্থা করা হয়েছে। ভিকি যেহেতু পাঞ্জাবি তাই বিয়েতে অবশ্যই থাকছে নানা পাঞ্জাবি মেনু। ছোলা বাটোরা থেকে শুরু করে বাটার চিকেন থাকছে বিয়ের মেনুতে। ক্যাটরিনার বিয়ের মেনুর দায়িত্বে রয়েছেন শেফ শনোজ কুমার। ভি-ক্যাটের বিয়ের কেক তৈরি করেছেন জনৈক ইতালিয়ান শেফ। নীল সাদা রঙের কেকে ৫টি লেয়ার ছিল বলে সূত্রের মারফত জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =